বাংলাদেশ ফুটবল ফেডারেশনের উন্নয়নমূলক কার্যক্রমে দীর্ঘমেয়াদি সহায়তা নিয়ে এগিয়ে এসেছে বাংলাদেশ স্টিল রি-রোলিং মিলস। বুধবার বাফুফে ভবনে দুই পক্ষের মধ্যে দশ বছর মেয়াদি চুক্তি সই হয়েছে। প্রথম পাঁচ বছর নির্দিষ্ট আর্থিক সহায়তা দেবে প্রতিষ্ঠানটি, পরে কাজের অগ্রগতি দেখে নতুন অঙ্ক ঠিক হবে।

চুক্তির আওতায় কোচ প্রশিক্ষণ, টেকনিক্যাল প্রোগ্রাম, এলিট একাডেমি এবং অন্যান্য উন্নয়ন উদ্যোগে বাফুফের সঙ্গে কাজ করবে বিএসআরএম।

সই অনুষ্ঠান শেষে বাফুফে সভাপতি তাবিথ আউয়াল বলেন, বিএসআরএম দেশের একটি প্রতিষ্ঠিত প্রতিষ্ঠান হিসেবে দীর্ঘদিন ধরেই উন্নয়নমূলক কাজে জড়িত। শক্তি, নিরাপত্তা এবং স্থায়ীত্ব—এই তিন মূলনীতি বাফুফের কাজের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ বলেও তিনি মন্তব্য করেন।

তিনি জানান, দশ বছরের পরিকল্পনায় প্রতি বছরের জন্য একটি করণীয় তালিকা তৈরি করা হবে। শিশু নিরাপত্তা, নারীর ক্ষমতায়ন, মানসিক-শারীরিক উন্নয়নসহ চলমান কার্যক্রমগুলো দেশজুড়ে ছড়িয়ে দিতে তারা একসঙ্গে কাজ করবেন। ট্যালেন্ট হান্টিং ও ফুটবলের পাইপলাইন বিস্তারের ওপরও গুরুত্ব দেওয়া হবে।

সম্প্রতি বাফুফের ফেসবুক পেজের ব্যাকগ্রাউন্ড হলুদ করার বিষয়টি বিএসআরএমের অনুরোধ ছিল বলে জানান সহ-সভাপতি ফাহাদ করিম। তিনি বলেন, ডেভেলপমেন্ট পার্টনার হিসেবে তাদের লোগো বিভিন্ন আনুষ্ঠানিকতায় ব্যবহৃত হবে এবং স্টিল বা নির্মাণ সংশ্লিষ্ট অন্য কোনো প্রতিষ্ঠানের সঙ্গে একসঙ্গে কাজ না করার শর্তও রয়েছে।

অনুষ্ঠানে বিএসআরএমের ব্যবস্থাপনা পরিচালক আমের আলী হুসেইন বলেন, তারা ফুটবলের বিকেন্দ্রীকরণ চান। দেশের মেয়েদের সাফল্য এবং ছেলেদের অগ্রগতি নিয়ে আশাবাদী তিনি। তার মতে, সারাদেশে সংগঠিত কাঠামো গড়ে উঠলে আরও বেশি প্রতিভা উঠে আসবে এবং সেই পথ ধরে বাংলাদেশের বিশ্বকাপে খেলার স্বপ্ন আরও বাস্তব হবে।

Previous articleডিসেম্বরে শুরু নারী ফুটবল লিগ, এশিয়ান কাপকে সামনে রেখে বাফুফের ‘মিশন অস্ট্রেলিয়া’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here