বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) প্রধান অর্থ কর্মকর্তা (সিএফও) পদত্যাগ করেছেন। হঠাৎ এই পদত্যাগ ক্রীড়া মহলে বিস্ময়ের সৃষ্টি করেছে এবং বাফুফের আর্থিক কার্যক্রমের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলেছে।

বিশ্বস্ত সূত্রে জানা গেছে, পদত্যাগপত্রে তিনি ব্যক্তিগত কারণ দেখালেও, অভ্যন্তরীণ দ্বন্দ্ব এবং কিছু বিতর্কিত আর্থিক লেনদেন নিয়ে বোর্ডের মধ্যে মতবিরোধই মূলত পদত্যাগের পেছনে কাজ করেছে।

বাফুফের এক ঊর্ধ্বতন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, “কয়েকটি বড় লেনদেন নিয়ে বোর্ডের মধ্যে মতানৈক্য তৈরি হয়। সিএফও ওইসব ফাইল অনুমোদনে অনিচ্ছুক ছিলেন। এ থেকেই সমস্যা তৈরি হয়।”

পদত্যাগের পরপরই বাফুফে আপাতত সহকারী অর্থ কর্মকর্তাকে দায়িত্ব দিয়েছে বলে জানা গেছে। তবে পদত্যাগ করলেও তিনি আগামী এক মাস বাফুফে-কে সহায়তা করবেন দায়িত্ব হস্তান্তর করার প্রক্রিয়া হিসাবে। তবে পূর্ণকালীন সিএফও নিয়োগে কত সময় লাগবে, তা নিয়ে কোনো স্পষ্ট ঘোষণা আসেনি।

বিশ্লেষকরা মনে করছেন, দেশের ফুটবলের উন্নয়নের জন্য একটি স্বচ্ছ ও জবাবদিহিমূলক প্রশাসন গড়ে তোলা জরুরি। এ ধরনের পদত্যাগ বাফুফের আর্থিক ব্যবস্থাপনায় বড় দুর্বলতার ইঙ্গিত দেয়।

দেশের ফুটবলের ভবিষ্যৎ নিয়ে যারা আশাবাদী, তাদের অনেকেই মনে করছেন—এই ঘটনা হতে পারে কাঙ্ক্ষিত পরিবর্তনের একটি সূচনা। এখন দেখার বিষয়, বাফুফে কীভাবে পরিস্থিতি সামাল দেয় এবং ভবিষ্যতে এর পুনরাবৃত্তি রোধে কী পদক্ষেপ গ্রহণ করে।

Previous articleজাতীয় স্টেডিয়াম পরিদর্শন করে যা বললেন সিঙ্গাপুরের ম্যানেজার
Next articleজন্ম নিবন্ধন পেলেন সমিত; পাসপোর্টের প্রক্রিয়া শুরু

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here