আসছে শনিবার (২৩ আগস্ট) বাফুফের চতুর্থ নির্বাহী কমিটির সভা বসতে যাচ্ছে। সভার আলোচ্যসূচি কয়েক দিন আগেই চূড়ান্ত হলেও ভেন্যু ঠিক হয়নি। অবশেষে গতকাল সাধারণ সম্পাদক নির্বাহী কমিটির সদস্যদের চিঠি পাঠিয়ে ভেন্যু জানিয়ে দিয়েছেন।
বাফুফের সভাটি অনুষ্ঠিত হবে পূর্বাচলের ডুমনিতে অবস্থিত ‘দি মেড ফার্ম’ রিসোর্টে, যা মূলত বিনোদন ও অবকাশ কাটানোর জায়গা। এর আগে প্রথম তিনটি নির্বাহী সভা হয়েছে বাফুফে ভবনে। এছাড়া একবার জরুরি বৈঠক হয়েছিল ফর্টিজ জলসিঁড়িতে, যেখানে মূলত এশিয়ান ফুটসাল বাছাইপর্বে বাংলাদেশের অংশগ্রহণের অনুমোদন দেওয়া হয়। সেদিন একই ভেন্যুতে ইন্টার-স্কুল সিটি টুর্নামেন্টের ফাইনালও আয়োজন করা হয়েছিল। কিন্তু এবার পূর্বাচলে ফুটবল-সংক্রান্ত কোনো কার্যক্রম নেই।
নির্বাহী সভা ফেডারেশনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ সেখানে বিভিন্ন ফাইল ও নীতিগত বিষয় উত্থাপন করা হয়। সেই দিক থেকে বাফুফে ভবনের বোর্ডরুমই এই ধরনের বৈঠকের জন্য সবচেয়ে উপযোগী। তবু এবারের সভার ভেন্যু হিসেবে রিসোর্ট বেছে নেওয়া হয়েছে। যদিও কমিটির অনেক কর্মকর্তা ফেডারেশন ভবনেই বৈঠক চেয়েছিলেন, শেষ পর্যন্ত সিদ্ধান্ত হয়েছে রিসোর্টেই আয়োজনের।
উল্লেখ্য, বার্ষিক সাধারণ সভায় প্রায় দুই শতাধিক মানুষ অংশ নেন বলে হোটেল বা রিসোর্ট বেছে নেওয়া হয়। কিন্তু মাত্র ২১ সদস্যের নির্বাহী কমিটির বৈঠক ফেডারেশন ভবনে আয়োজন করা সম্ভব। তাই ফুটবল অঙ্গনে অনেকেই মনে করছেন, রিসোর্টে আয়োজনটি আসলে খানিকটা বিলাসিতা ছাড়া কিছু নয়। তারপরও এখানেই অনুষ্ঠিত হবে বাফুফের চতুর্থ নির্বাহী কমিটির সভা।