কিছুদিন আগে বাবা হয়েছেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের প্রধান কোচ হাভিয়ের কাবরেরা। পরিবারের পাশে থাকার জন্য আছেন ছুটিতে। তবে তার দলের ব্যস্ততা থেমে নেই—ভারতের বিপক্ষে এএফসি এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচ সামনে রেখে শুরু হয়ে গেছে প্রস্তুতি ক্যাম্প।
কোচের অনুপস্থিতিতে অনুশীলনের পরিস্থিতি জানতে চাইলে সহকারী কোচ হাসান আল মামুন জানান, কাবরেরার নির্ধারিত ছক ও পরিকল্পনামাফিকই সব চলছে। স্পেন থেকেও কোচ নিয়মিত খোঁজ রাখছেন দলের অগ্রগতির।
তিনি বলেন, “অনেক আগে থেকেই আমাদের প্রোগ্রাম সেট করা আছে। ভারতের সঙ্গে আমাদের ছক কী হবে, সেটাও ঠিক করা আছে। উনি তিন বা চার তারিখে হয়তো ঢাকায় চলে আসবেন। উনি বাবা হয়েছেন, তাই পরিবারের পাশে আছেন।”
“আমরা সবাই জানি প্রতিদিনের ও সাপ্তাহিক প্রোগ্রাম কী। স্পেন থেকেও উনি মনিটরিং করছেন। আজকের পুরো সেশন রেকর্ড হবে, সেটা কাবরেরার কাছে যাবে। তিনি ফিডব্যাক দেবেন, কোনো ভুল থাকলে আমরা ঠিক করে নেব। পুরো প্রোগ্রামটাই ওর দেওয়া,” যোগ করেন হাসান আল মামুন।
এশিয়ান কাপ বাছাইয়ের তৃতীয় রাউন্ডে আগামী ১৮ নভেম্বর ঢাকায় ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। গত মার্চে শিলংয়ে প্রথম পর্বের ম্যাচটি গোলশূন্য ড্রয়ে শেষ হয়েছিল। এবার নিজেদের মাঠে আরও ভালো ফলের আশায় দল।
চার ম্যাচ শেষে এখনও জয়হীন বাংলাদেশ রয়েছে ‘সি’ গ্রুপের তলানিতে—মাত্র ২ পয়েন্ট নিয়ে। বাকি আছে ভারত ও সিঙ্গাপুরের বিপক্ষে ফিরতি লেগের ম্যাচ দুটি। এমন অবস্থায়ও দলের মান ও সামর্থ্যে আস্থা রাখছেন সহকারী কোচ।
“এই দলটা এটা ডিজার্ভ করে না। গত তিন বছরে হাভিয়েরের অধীনে এই দল অনেক উন্নতি করেছে। আমরা এখন পরিবর্তনের একটা পর্যায়ে আছি। সামনের দুই ম্যাচে অবশ্যই পয়েন্টের জন্য, জয়ের জন্য নামব—কোনো সন্দেহ নেই,” আত্মবিশ্বাসের সুরে বলেন হাসান আল মামুন।
ঘরের মাঠে খেলতে নামছে বাংলাদেশ, তাই আশার মাত্রাও কিছুটা বেশি। তবে সেই সঙ্গে হংকংয়ের বিপক্ষে শেষ মুহূর্তের গোলে ৪-৩ ব্যবধানে হারার হতাশার কথাও ভুলেননি তিনি।
“পরিসংখ্যান বলে, আমরা হোম ম্যাচে ভালো খেলি, অ্যাওয়েতে খারাপ করি—এটা বাংলাদেশের পুরোনো সমস্যা। হোমে হংকংয়ের বিপক্ষে জেতার বড় সুযোগ ছিল, কিন্তু ফুটবল দিনশেষে এমনই।”
 
		
