উত্তর বারিধারাকে উড়িয়ে দিয়ে তিন ম্যাচ পর আবারো জয়ের স্বাদ পেলো ঢাকা আবাহনী। সিলেট জেলা স্টেডিয়ামে উত্তর বারিধারার জালে গুনে গুনে পাঁচবার বল পাঠায় আকাশী-নীলরা।

ধ্বংসযজ্ঞের শুরুটা করেন আবাহনীর ফরোয়ার্ড ড্যানিয়েল কলিন্ড্রেস। ম্যাচ শুরুর একেবারে প্রথম মিনিটে উত্তর বারিধারার জালে বল পাঠান এই কোস্টারিকার ফরোয়ার্ড। তিন মিনিট পর বারিধারার জালে আবারো আবাহনীর গোল। এবারের গোল করেন নাবীব নেওয়াজ জীবণ।

ম্যাচের ১৪ মিনিটে উত্তর বারিধারার হয়ে এক গোল শোধ করেন ডিফেন্সিভ মিডফিল্ডার পাপন সিং। ২৪ মিনিটের মাথায় উইঙ্গার জুয়েল রানার গোলে ব্যবধান আরো বাড়িয়ে নেয় আবাহনী লিমিটেড। প্রথমার্ধের ৩৯ মিনিটে ম্যাচের নিজের দ্বিতীয় গোলটি করেন ড্যানিয়েল কলিন্ড্রেস। এতে ৪-১ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় আবাহনী।

ম্যাচের ৬১ মিনিটে পেনাল্টি থেকে গোল করে বারিধারার কফিনে পঞ্চম পেরেকটি ঠুকে দেন রাফায়েল আগোস্টো। ৬৮ মিনিটে আরিফ হোসেন গোল করলে আরো এক গোল শোধ দেয় বারিধারা। তবে শেষ রক্ষা হয় নি। বরং দ্বিতীয়ার্ধের ইঞ্জুরি টাইমে এসে লাল দেখে মাঠ ছাড়ে বারিধারার গোলরক্ষক আজাদ হোসেন। ফলে শেষ পর্যন্ত ৫-২ গোলে জয় পেয়ে স্বস্তির হাসি হাসে মারিও লেমোসের শিষ্যরা।

এই জয়ে বসুন্ধরা কিংসের সাথে দুই পয়েন্ট ব্যবধান কমিয়েছে ঢাকা আবাহনী। তারা বর্তমানে ১১ ম্যাচে ৬ জয়, ৪ ড্র ও ১ হারের ফলে ২২ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার দ্বিতীয়তে আছে। অন্যদিকে সমান ১১ ম্যাচ খেলে ২ জয়, ২ ড্র ও ৭ হারে মাত্র ৮ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার নবম স্থানে অবস্থান করছে উত্তর বারিধারা।

Previous articleকিংসলের জাদুতে রক্ষা পেলো বসুন্ধরা!
Next articleবিসিএলে ফরাশগঞ্জের জয়; ড্র উত্তরা-ফকিরেরপুল ম্যাচ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here