এএফসি অ-২৩ টুর্নামেন্টের বাছাইকে সামনে রেখে বাহরাইনে দুটি প্রস্তুতি ম্যাচ খেলেছে বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচে প্রথমার্ধে এগিয়ে থেকেও শেষ পর্যন্ত ২-৪ গোলে হেরেছে সাইফুল বারী টিটুর শিষ্যরা।
বাংলাদেশ ও বাহরাইন অ-২৩ দলের মধ্যকার ম্যাচটি ফিফার টায়ার-২ স্বীকৃতি পেয়েছে। তবে ক্লোজড ডোরে হওয়ায় আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশ করা হয়নি। নানা মাধ্যমে জানা গেছে, বাংলাদেশের হয়ে মিরাজুল ইসলাম জোড়া গোল করেছেন। এর আগে প্রথম ম্যাচে বাংলাদেশ ০-১ গোলে হেরেছিল।
সহকারী কোচ আতিকুর রহমান মিশু ম্যাচ শেষে বলেন, ‘বাহরাইনে দুটি ম্যাচ খেলার মাধ্যমে ভিয়েতনামের জন্য আমাদের ভালো প্রস্তুতি হয়েছে। এখন ক্যাম্পে ২৪ জন রয়েছে। ২৪ জনই ম্যাচ খেলার সময় পেয়েছে। বাফুফেকে ধন্যবাদ আমাদের এমন সুযোগ করে দেয়ার জন্য।’
আগামীকাল বাহরাইন থেকে দেশে ফিরবে বাংলাদেশ অ-২৩ দল। ঢাকায় কয়েকদিন অনুশীলন শেষে তারা উড়াল দেবে ভিয়েতনামের উদ্দেশে। ইতালি থেকে সরাসরি দলে যোগ দেবেন কিউবা মিচেল ও ফাহমিদুল।
এএফসি অ-২৩ টুর্নামেন্টকে ঘিরে এবারই প্রথম এত বড় প্রস্তুতি নিচ্ছে বাফুফে। বিদেশে ক্যাম্প ও প্রস্তুতি ম্যাচের এই অভিজ্ঞতা ভিয়েতনামে জায়ানদের জন্য বাড়তি আত্মবিশ্বাস যোগাবে বলে আশা করা হচ্ছে।