করোনা ভাইরাসের জন্য আর সবকিছুর মতোই স্থবির দেশের ফুটবল। বাতিল হয়েছে লীগ। তাই দীর্ঘ বিরতিতে ফুটবলাররা ঘরে থেকেই যে যার মতো চালিয়ে যাচ্ছেন নিজেদের ফিট রাখার কাজ। ব্যতিক্রম নন ডিফেন্ডার ওয়ালি ফয়সালও।জাতীয় দলে জায়গা হারালেও ওয়ালি খেলে যাচ্ছেন ঘরোয়া ফুটবল। কিন্তু হাটুর চোট জনিত কারণে এই মৌসুমে মাঠে নামা হয় নি এই ফুটবলারের। তাই করোনার এই স্থবির সময় কে কাজে লাগিয়ে সেরে উঠেছেন চোট থেকে।

আপাতত কবে ফুটবল ফিরবে সেটার কোনো রকম নিশ্চয়তা নেই। ফুটবল ফিরলে শুধু দেশি ফুটবলারদের নিয়ে একটি টূর্ণামেন্ট চান ঢাকা আবাহনী ও জাতীয় দলের এই ডিফেন্ডার। এই বিষয়ে এক ভিডিও বার্তায় ওয়ালি বলেন, ‘আমি ফেডারেশনকে অনুরোধ করব লিগ শুরু করার আগে বিদেশি খেলোয়াড়দের ছাড়া একটি টুর্নামেন্টের ব্যবস্থা করুন, এতে আমাদের স্থানীয় খেলোয়াড়েরা লিগ ও জাতীয় দলের জন্য তাদের পারফরম্যান্সকে আরও উন্নত করতে পারবে।’

দ্রুত ফুটবল মাঠে ফেরানোর আহ্বান জানিয়ে তিনি আরো বলেন, ‘আমি চাই বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) দ্রুত শুরু হোক। মহামারীর কারণে অন্যান্য দেশের ফুটবল স্থবির হয়ে পড়েছিল, তবে এখন তারা আবার শুরু করছে। আমরা বিপিএলের খেলোয়াড়েরা প্রায় চার-পাঁচ মাস ফুটবলের বাইরে আছি। আমরা এখন ফুটবলে ফিরতে চাই, আমরা বিপিএলে ফিরতে চাই।’

Previous articleমালদ্বীপেই হচ্ছে কিংসের এএফসি কাপের ম্যাচ
Next articleফিফার অনুদান পেলেন জনি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here