সাফ ফুটসাল চ্যাম্পিয়নশিপ ২০২৬-এর উদ্বোধনী ম্যাচে শক্তিশালী ভারতের বিপক্ষে দারুণ লড়াই করে ড্র করেছে বাংলাদেশ জাতীয় ফুটসাল দল। আক্রমণ ও রক্ষণে সমানতালে খেলতে থাকা দুই দলের ম্যাচটি শেষ পর্যন্ত ৪–৪ গোলে অমীমাংসিত থাকে।

মঙ্গলবার (১৪ জানুয়ারি ২০২৬) থাইল্যান্ডের ব্যাংককের ননথাবুরি স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটসাল খেলতে থাকে বাংলাদেশ। উচ্চ প্রেসিং ও দ্রুত ট্রানজিশনের কৌশলে ভারতের রক্ষণভাগকে চাপে রাখে লাল-সবুজের প্রতিনিধিরা।

এর ফল আসে ম্যাচের নবম মিনিটেই। মো. মঈন আহমেদের নিখুঁত ফিনিশে লিড নেয় বাংলাদেশ। তবে ১২ মিনিটে ভারতের আনমল অধিকারীর গোলে ম্যাচে সমতা ফেরে। ম্যাচের ১৬ মিনিটে অধিনায়ক রাহবার ওয়াহেদ খানের দুর্দান্ত গোলে আবারও এগিয়ে যায় বাংলাদেশ। প্রথমার্ধের শেষদিকে ভারত আরেকটি গোল করলে বিরতিতে দুই দলের স্কোর দাঁড়ায় ২–২।


দ্বিতীয়ার্ধে উভয় দলই আক্রমণের গতি বাড়ায়। বল পজেশন ধরে রেখে উইং ব্যবহার করে একের পর এক আক্রমণ সাজায় বাংলাদেশ। এই অর্ধে মোহাম্মদ মঈন আহমেদ ও রাহবার ওয়াহেদ খান আরও একটি করে গোল করে দলের স্কোরলাইন সমৃদ্ধ করেন। তবে ভারতও পাল্টা আক্রমণে দুটি গোল করে ম্যাচে সমতা ধরে রাখে।
ম্যাচের শেষ মুহূর্তে দুই দলই জয়সূচক গোলের জন্য মরিয়া হয়ে ওঠে। তবে দুই দলের গোলরক্ষক ও রক্ষণভাগের দৃঢ়তায় আর কোনো গোল হয়নি। ফলে উত্তেজনাপূর্ণ ম্যাচটি ৪–৪ গোলে ড্র হিসেবেই শেষ হয়।
পুরো ম্যাচজুড়ে বাংলাদেশের সংগঠিত রক্ষণ, দ্রুত কাউন্টার অ্যাটাক এবং সেট-পিসে কার্যকর উপস্থিতি দর্শক ও বিশ্লেষকদের প্রশংসা কুড়িয়েছে।

সাফ ফুটসাল চ্যাম্পিয়নশিপ ২০২৬-এ এটি বাংলাদেশের প্রথম ম্যাচ। এই পারফরম্যান্সকে আত্মবিশ্বাস হিসেবে কাজে লাগিয়ে পরবর্তী ম্যাচগুলোতে আরও ভালো ফল অর্জনের লক্ষ্য নিয়েই মাঠে নামবে বাংলাদেশ জাতীয় ফুটসাল দল।

Previous articleঢাকায় বিশ্বকাপ ট্রফি, গিলবার্তো সিলভার সান্নিধ্যে অভিভূত জামাল ভূঁইয়া

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here