বাংলাদেশ প্রিমিয়ার লিগে চট্টগ্রাম আবাহনীর বিপক্ষে দাপুটে জয় পেল মোহামেডান স্পোর্টিং ক্লাব। এর ফলে লিগ ট্রফি জয়ের একেবারে কাছাকাছি পৌঁছে গিয়েছে মোহামেডান স্পোর্টিং ক্লাব, বিপরীতে অবনমনের দিকে আরো এক পা বাড়িয়েছে চট্টগ্রাম আবাহনী।

ম্যাচের শুরু থেকে নিজেদের আধিপত্য ধরে রেখেছিলো মোহামেডান স্পোর্টিং ক্লাব; এর ফল পায় ম্যাচের ২৯ মিনিটে, মোহামেডান স্পোর্টিং ক্লাবের গোলমেশিন নামে খ্যাত মালিয়ান ফরোয়ার্ড সলেমান দিয়াবাতের গোলে এগিয়ে যায় সাদা-কালোরা। প্রথমার্ধ শেষ হওয়ার আগ-মুহুর্তে লিড দ্বিগুণ করে মোহামেডানের নাইজেরিয়ান মিডফিল্ডার ইমানুয়েল সানডে।

২-০ গোলের লিড নিয়ে বিরতি থেকে ফের খেলায় নামে মোহামেডান। ম্যাচে চট্টগ্রাম আবাহনীকে গোল শোধের কোনো সুযোগই দিচ্ছিলো না টেবিল টপার মোহামেডান। বিপরীতে দ্বিতীয়ার্ধের শুরুতেই উজবেক ডিফেন্সিভ মিডফিল্ডার মুজাফর মুজাফরোভের গোলে ব্যবধান ৩-০ করে মোহামেডান। ম্যাচের ৬০ মিনিটে নিজের দ্বিতীয় গোল করেন ইমানুয়েল সানডে। সানডেকে গোলটি করান এডওয়ার্ড মুরিলো।

৭৪ মিনিটে এসে চট্টগ্রাম আবাহনীর হয়ে এক গোল শোধ করেন সুমন রেজা। এক গোল শোধ দিলেও ভাগ্যে থাকা হার এড়াতে পারে নি বন্দরনগরীর দলটি। এতে করে অবনমনের দিকে আরো একধাপ এগিয়ে গেলো চট্টগ্রাম আবাহনী। অন্যদিকে এই জয়ে ১৫ ম্যাচে ৩৮ পয়েন্ট নিয়ে শিরোপা জয়ের একদম কাছাকাছি পৌঁছে গিয়েছে মোহামেডান স্পোর্টিং ক্লাব।

এইদিকে দিনের অন্য আরেক ম্যাচে মুখোমুখি হয়েছে ব্রাদার্স ইউনিয়ন এবং ফকিরেরপুল ইয়াং ম্যানস ক্লাব। ম্যাচে ফকিরেরপুলের বিপক্ষে সহজ জয় পেয়েছে ব্রাদার্স ; ফকিরেরপুলকে ৪-১ গোলে পরাজিত করেছে তারা।

যদিও ম্যাচে প্রথম লিড ফকিরেরপুল পেয়েছিল, গোলটি করেছিলেন বেন ওয়াটারা। খেলায় ব্রাদার্স ইউনিয়নের হয়ে এম্ফোন উদো ২টি গোল করেছে, এছাড়া আকোভির তুরেভ এবং কৌশিক বড়ুয়া ১টি করে গোল করেন।

Previous articleসাফ অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপ: নেপালকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ
Next articleসিঙ্গাপুরের বিপক্ষে বাংলাদেশ দলে ডাক পেয়েছেন ফাহামিদুল

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here