বাংলাদেশ প্রিমিয়ার লিগের ২০২৪-২৫ মৌসুমের শেষ রাউন্ডে একইদিনে ছিল ৫ ম্যাচ। তবে ফর্টিস এফসি ও চট্টগ্রাম আবাহনীর ম্যাচ অনুষ্ঠিত হবে আগামীকাল। এছাড়া বাকি ৪ ম্যাচে হয়েছে গোলবন্যা। ৮ দল মিলে আজ গোল করেছে মোট ২৩ টি! এর মধ্যে নিজ নিজ ম্যাচ জয় তুলে নিয়েছে মোহামেডান, ঢাকা আবাহনী, বসুন্ধরা কিংস ও রহমতগঞ্জ।
আগেই শিরোপা নিশ্চিত করে ফেলা মোহামেডান শেষটাও করেছে দুর্দান্ত। ফকিরেরপুলকে ৬-১ গোলে উড়িয়ে দিয়েছে সাদা-কালোরা। অধিনায়ক সুলেমান দিয়াবাতে একাই করেছেন ৫ গোল। ম্যাচের ৫ম মিনিটে পেনাল্টি থেকে গোলের খাতা খোলেন দিয়াবাতে। এরপর ২৩, ৩৯, ৭৫ ও ৯০ মিনিটে করেন আরো ৪ গোল। মাঝে ৮১ মিনিটে একটি গোল করেন সৌরভ দেওয়ান। আর ৮৬ মিনিটে সান্ত্বনাসূচক একটি গোল করেন ফকিরেরপুলের রাফায়েল টুডু।
এদিকে ব্রাদার্স ইউনিয়নকে ৩-০ গোলে হারিয়ে লিগের রানার্স আপ পজিসন নিশ্চিত করেছে ঢাকা আবাহনী। ম্যাচের ২৫তম মিনিটে আসাদুজ্জামান বাবলু, ৫২তম মিনিটে রাফায়েল অগাস্তো এবং ৮৬তম মিনিটে মিরাজুল ইসলামের গোলে বড় জয়ের সঙ্গে রানার্স আপ হয়ে আগামী মৌসুমে এএফসির আসরে খেলা নিশ্চিত করে ঢাকা আবাহনী।
এদিকে ঘরের মাঠে ঢাকা ওয়ান্ডার্সকে ৫-৩ গোলে হারালেও তৃতীয় স্থানে থেকে লিগ শেষ করতে হয়েছে বর্তমান চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংসকে। কিংসের হয়ে ৪৩, ৪৫ ও ৬৭ মিনিটে গোল করে হ্যাটট্রিক পূর্ণ করেন শেখ মোরসালিন। এছাড়া রাকিব হোসেন ও রাব্বি হোসেন রাহুল করেছেন আরো দুই গোল। অপরদিকে সাদিক, শহিদুল ও করিম ওয়ান্ডার্সের হয়ে ৩টি গোল করেন। এর আগেই রেলিগেশন নিশ্চিত হয়ে যাওয়ার তাদের কাছে ম্যাচটি ছিল শুধুই নিয়ম রক্ষার। তবে আবাহনীর হারের সঙ্গে নিজেদের জয়ে রানার্স আপ হওয়ার সুযোগ থাকলেও সেটা হয়নি কিংসের জন্য।
এদিকে দিনের আরেক ম্যাচে বাংলাদেশ পুলিশ এফসিকে ৪-১ গোলে হারিয়েছে রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস সোসাইটি। ম্যাচের ৩য় মিনিটে দানিলোর গোলে এগিয়ে যায় পুলিশ। তবে এরপর শুরু হয় ‘স্যামুয়েল শো’। ম্যাচের ৯, ৫৫ ও ৭৯ মিনিটে হ্যাটট্রিক পূর্ণ করেন তিনি। মাঝে আরো এক গোল করে দলের বড় জয়ে অবদান রাখেন সলোমন কিং।