কাঠমান্ডুর ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দর বুধবার সন্ধ্যার আগে খুলে দেওয়ায় দেশে ফেরার আশা জেগেছে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের। বিমানবাহিনীর বিশেষ ফ্লাইটে রাতেই ঢাকায় ফেরার সম্ভাবনা নিয়ে অপেক্ষায় আছেন ফুটবলাররা।

কাঠমান্ডু থেকে দলের ম্যানেজার আমের খান জানিয়েছেন, ঢাকা থেকে জানানো হয়েছে বিমানবাহিনীর বিশেষ ফ্লাইট পাঠিয়ে ফেরানোর চেষ্টা চলছে। এ নিয়ে সরকার ও বাফুফে কাজ করছে। যুব ও ক্রীড়া উপদেষ্টাও ফোনে দলের খোঁজখবর নিয়েছেন এবং দ্রুত দেশে ফেরানোর আশ্বাস দিয়েছেন।

আমের খান বলেন, “বিমানবন্দর খুলে দিয়েছে। বৃহস্পতিবার বাংলাদেশ বিমানের ফ্লাইটেও আমরা ফিরতে পারবো। তবে চাই আজ রাতেই ফিরতে। কারণ পরিস্থিতি আবার খারাপ হয়ে বিমানবন্দর বন্ধ হওয়ার ঝুঁকি আছে। তাই বিশেষ ফ্লাইটে ফিরতে পারলেই ভালো।”

নেপালে সেনাবাহিনী আইনশৃঙ্খলার দায়িত্ব নেওয়ায় পরিস্থিতির উন্নতি হয়েছে। হোটেলে স্বস্তির মধ্যেই সময় কাটাচ্ছেন ফুটবলাররা। বুধবার সকাল থেকে তারা জিম, বিকেলে শারীরিক কসরত ও সন্ধ্যায় মেন্টাল গেম সেশনে অংশ নেন।

উল্লেখ্য, দুটি ফিফা প্রীতি ম্যাচ খেলতে নেপাল সফরে গিয়েছিল বাংলাদেশ দল। ৬ সেপ্টেম্বর প্রথম ম্যাচ অনুষ্ঠিত হলেও রাজনৈতিক অস্থিরতার কারণে দ্বিতীয় ম্যাচ বাতিল হয়। তিনদিন ধরে হোটেলবন্দি অবস্থায় আছেন জামাল ভূঁইয়ারা

Previous articleনেপাল থেকে দেশে ফিরবে কবে, অনিশ্চয়তায় জামালরা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here