ফিফা প্রীতি ম্যাচ খেলতে নেপালে গিয়ে সরকারবিরোধী আন্দোলনের কারণে কয়েকদিন কাঠমান্ডুতে আটকে থাকার পর অবশেষে দেশে ফেরার পথে রয়েছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। বৃহস্পতিবার সকালে জামাল ভূঁইয়ারা ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছে ইমিগ্রেশন শেষ করে বিমান বাহিনীর বিশেষ ফ্লাইটে ঢাকার উদ্দেশে রওনা করেছেন।

বেলা ৩টার মধ্যে দেশে পৌঁছানোর কথা রয়েছে বাংলাদেশ দল ও সাংবাদিকদের। নেপালে বাংলাদেশের রাষ্ট্রদূত শফিকুর রহমান ও দূতাবাসের কর্মকর্তারা বিমানবন্দরে উপস্থিত থেকে বিদায় জানান।

বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে), কাঠমান্ডুর বাংলাদেশ দূতাবাস এবং বাংলাদেশ সরকারের সম্মিলিত উদ্যোগে দলকে ফেরানোর ব্যবস্থা করা হয়েছে। সংবাদ সংগ্রহের জন্য নেপালে যাওয়া সাংবাদিকরাও একই ফ্লাইটে ফিরছেন।

গত ৩ সেপ্টেম্বর দুটি প্রীতি ম্যাচ খেলতে নেপালে যায় বাংলাদেশ দল। ৬ সেপ্টেম্বর প্রথম ম্যাচ গোলশূন্য ড্র হয়। তবে ৯ সেপ্টেম্বরের দ্বিতীয় ম্যাচ আন্দোলন ও সহিংসতার কারণে বাতিল হয়ে যায়।

Previous articleবিশেষ ফ্লাইটে দেশে ফেরার অপেক্ষায় জামালরা
Next articleনেপাল থেকে বিশেষ ফ্লাইটে দেশে ফিরল বাংলাদেশ ফুটবল দল

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here