বাংলাদেশ ফুটবলকে ঘিরে আবারও আশার আলো জ্বালালেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপের ফাইনালের দিনে কাতার প্রবাসী এক বাংলাদেশির সঙ্গে কথোপকথনে দেওয়া তাঁর বক্তব্য যেমন ভাইরাল হয়েছিল, তেমনি এবার সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামেও বাংলাদেশের বিশ্বকাপ স্বপ্নে নতুন করে হাওয়া দিলেন আন্তর্জাতিক ফুটবলের সর্বোচ্চ সংস্থার প্রধান।
:
অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপের ফাইনালের দিন কাতার প্রবাসী এক বাংলাদেশির ভিডিও বার্তায় ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো বলেছিলেন, ‘বিশ্বকাপে তোমার অপেক্ষায় বাংলাদেশ।’ সেই ভিডিও রাতারাতি ভাইরাল হয়ে পড়ে এবং দেশি ফুটবল ভক্তদের মাঝে নতুন করে আশার সঞ্চার করে।

এরই ধারাবাহিকতায় আজ ইনস্টাগ্রামে ইনফান্তিনোর কাছে এক অনুসারী প্রশ্ন রাখেন—বাংলাদেশ কি কখনো ফুটবল বিশ্বকাপে খেলতে পারবে? উত্তরে বিচক্ষণতা ও ইতিবাচক মনোভাবের পরিচয় দেন ফিফা সভাপতি।
ইনফান্তিনো বলেন,

“অবশ্যই, বাংলাদেশ ফুটবলের ফিফা বিশ্বকাপে খেলতে পারবে। ফিফার লক্ষ্যই হলো বাংলাদেশসহ অন্যান্য দেশকেও প্রথমবারের মতো বিশ্বকাপে অংশগ্রহণের সুযোগ দেওয়া।”

তিনি আরও জানান, আগামী বছরের বিশ্বকাপে এমন কয়েকটি দল অংশ নিতে যাচ্ছে, যারা আগে কখনো বিশ্বকাপে খেলেনি। উদাহরণ হিসেবে তিনি আফ্রিকা অঞ্চল থেকে কেপ ভার্দ, কনকাকাফ অঞ্চল থেকে কুরাসাও, এশিয়া থেকে উজবেকিস্তান ও জর্ডানের কথা উল্লেখ করেন, যারা প্রথমবারের মতো বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করেছে।

বাংলাদেশ ফুটবলের সম্ভাবনা নিয়ে আশাবাদী ইনফান্তিনো বলেন,

“বাংলাদেশ ফুটবলের দারুণ এক দেশ, যেখানে ফুটবল বর্তমানে জনপ্রিয় হয়ে উঠছে। তাদের অবশ্যই একটি সুযোগ আছে।”

তিনি আরও যোগ করেন, বাংলাদেশ ফুটবল ও সংশ্লিষ্ট ব্যক্তিদের উন্নয়নে ফিফা নিয়মিত বিনিয়োগ করছে।

“বাংলাদেশসহ বিশ্বের সব জায়গায় প্রতিভা রয়েছে এবং আমরা অদূর ভবিষ্যতে বাংলাদেশকে বিশ্বকাপে দেখার অপেক্ষায় আছি,”—বলেন ফিফা সভাপতি।

Previous articleসাফ ফুটসাল: মালদ্বীপের কাছে ৬–১ গোলে হারল বাংলাদেশ পুরুষ দল

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here