বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ লিগের ১১তম রাউন্ডে নিজ নিজ ম্যাচে জয় তুলে নিয়েছে পিডব্লিউডি স্পোর্টস ক্লাব ও ফরাশগঞ্জ স্পোর্টিং ক্লাব। দিনের আরেক ম্যাচে করে পয়েন্ট ভাগাভাগি করেছে বাফুফে এলিট একাডেমি ও ওয়ারী ক্লাব।

সিটি ক্লাব এবং পিডব্লিউডি স্পোর্টস ক্লাব শুরু থেকেই দুই দলই বল দখলের লড়াইয়ে ম্যাচ জমিয়ে তোলে। ম্যাচের ৩৭তম মিনিটে পিডব্লিউডি স্পোর্টস ক্লাবের হয়ে আবু সাঈদ গোল করে দলকে এগিয়ে দেন। এ নিয়ে চলমান বিসিএলে নিজের ৩য় গোলের দেখা পেলেন বাংলাদেশ অ-১৭ দলে খেলা এই উদীয়মান তারকা। এর আগে স্কাইলার্ক ফুটবল ক্লাবের হয়ে তৃতীয় বিভাগ  লিগ থেকে উঠে এসেছিলেন তিনি। এরপর অ-১৭ সাফের সেমিফাইনালে পাকিস্তানের বিপক্ষে করেছিলেন গোল এবং এসিস্ট।

প্রথমার্ধে পিছিয়ে পড়লেও দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে সিটি ক্লাব। কিন্তু ম্যাচের শেষ দিকে, ৮৬তম মিনিটে আক্কাস আলী আরেকটি গোল করে পিডব্লিউডি স্পোর্টস ক্লাবের লিড দ্বিগুণ করেন। অবশ্য সিটি ক্লাব তখনও হার মানেনি। পরের মিনিটেই, ৮৭তম মিনিটে আফরোজ আলী গোল করে ব্যবধান কমান। যদিও শেষ মুহূর্তের চাপ সৃষ্টি করেও সমতা ফেরানো সম্ভব হয়নি। ফলে পিডব্লিউডি স্পোর্টস ক্লাব ২-১ ব্যবধানে ম্যাচ জিতে পূর্ণ তিন পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে।

এরপর দিনের আরেক ম্যাচে মাঠে নামে ওয়ারী ক্লাব এবং বাফুফে এলিট একাডেমি। ম্যাচের শুরুতেই ১০তম মিনিটে আসাদুল ভূঁইয়ার গোলে এগিয়ে যায় ওয়ারী ক্লাব। প্রথমার্ধে এই লিড ধরে রাখলেও, দ্বিতীয়ার্ধে বাফুফে এলিট একাডেমি ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে। তাদের ধারাবাহিক চাপের ফল আসে ৭৭তম মিনিটে; ওয়ারী ক্লাবের রিয়াজ ছৈয়ালের আত্মঘাতী গোলে সমতায় ফেরে এলিট একাডেমি। ম্যাচের শেষ দিকে দুই দলই জয়ের জন্য মরিয়া চেষ্টা চালালেও আর কোনো গোল না হওয়ায় ম্যাচটি ১-১ সমতায় শেষ হয়।

এদিকে ফরাশগঞ্জ স্পোর্টিং ক্লাব এবং উত্তর বারিধারা ক্লাবের মধ্যে দিনের আরেক ম্যাচে হয়েছে গোলের ছড়াছড়ি। খেলা শুরু হওয়ার মাত্র তৃতীয় মিনিটেই ফরাশগঞ্জের রফিকুল ইসলাম সুমন গোল করে দলকে এগিয়ে দেন। তবে ৩১তম মিনিটে উত্তর বারিধারার হয়ে সুজন বিশ্বাস গোল করে সমতা ফেরান। খেলাটি যখন হাড্ডাহাড্ডি লড়াইয়ে রূপ নিচ্ছিল, তখন ৩৪তম মিনিটে ফরাশগঞ্জের সাইফুল্লাহ সরকার আবার গোল করে দলকে এগিয়ে দেন।

দ্বিতীয়ার্ধেও উত্তেজনা বজায় থাকে। ৬৪তম মিনিটে সুজন বিশ্বাসের দ্বিতীয় গোলের সুবাদে আবারও সমতায় ফেরে উত্তর বারিধারা। কিন্তু শেষ হাসি হাসে ফরাশগঞ্জ। ম্যাচের ৮৪তম মিনিটে সাইফুল্লাহ সরকার নিজের দ্বিতীয় গোল করে দলের জয় নিশ্চিত করেন। উত্তেজনায় ভরা এই লড়াইয়ে ফরাশগঞ্জ স্পোর্টিং ক্লাব দুর্দান্ত লড়াই করে তিন পয়েন্ট নিজেদের করে নেয়।

Previous articleঅ-১৫ জাতীয় চ্যাম্পিয়নশিপ: চট্টগ্রাম -২  জোনের চ্যাম্পিয়ন কক্সবাজার
Next articleচট্টগ্রাম ও সিলেটে হামজা-সমিতদের ম্যাচ আয়োজনে কাজ করছে বাফুফে

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here