বিসিএলে মোটেও ভালো সময় পার করতে পারছেনা বাফুফে এলিট একাডেমি। হার কিংবা ড্র দিয়ে দিন পার করছে তারা। গত মৌসুমে ভালো সময় করলে এই মৌসুমের মাঝপথে এসে ছন্দ পতন ঘটেছে তাদের। আজ বিসিএলে তারা ফরাশগঞ্জ স্পোর্টিং ক্লাবের মুখোমুখি হয়েছিলো। ম্যাচে ফরাশগঞ্জের কাছে ২-০ তে পরাজিত হয়েছে এলিটরা।
এলিট-ফরাশগঞ্জ ম্যাচের প্রথমার্ধ গোলশূন্য ড্র’ই ছিলো। দ্বিতীয়ার্ধের প্রথমদিকেও গোলের দেখা পায় নি কোনো দল। অবশেষে ম্যাচের ৫৮ মিনিটে গোলের দেখায় পায় ফরাশগঞ্জ। গোল করেন ফরাশগঞ্জ স্পোর্টিং ক্লাবের মেহেদী হাসান। চার মিনিট যেতে না যেতে আবারো ফরাশগঞ্জের গোল। এবারের কারিগর মোহাম্মদ আল-আমিন। এতে করে ২-০ তে এগিয়ে যায় ফরাশগঞ্জ স্পোর্টিং ক্লাব। ম্যাচের পরবর্তী সময় আর কোনো গোল না হলে ২-০ তে জয় পায় দলটি।
আজ দিনের অন্য আরেক খেলায় মুখোমুখি হয়েছিলো পিডাব্লিউডি স্পোর্টস ক্লাব এবং ওয়ারী ক্লাব। এই ম্যাচে জয় পেয়েছে ওয়ারী ক্লাব; পিডাব্লিউডি স্পোর্টস ক্লাবকে তারা ২-১ গোলে পরাজিত করে। ম্যাচের প্রথম গোলটি হয় আত্মঘাতী গোল। ৯ মিনিটের মাথায় সুমন কুমারের আত্মঘাতী গোলে এগিয়ে যায় ওয়ারী ক্লাব। ম্যাচের প্রথমার্ধ শেষ দিকে দুই দলই গোল করে।
প্রথমার্ধের যোগ করা সময়ের দুই মিনিটের মাথায় সোহাগ বর্মন ওয়ারীকে ২-০ তে লিড এনে দেয়। পরের মিনিটের পেনাল্টি থেকে গোল করে পিডাব্লিউডি’র হয়ে এক গোল শোধ করে স্বাধীন। খেলার দ্বিতীয়ার্ধে দুই দলের কেউ গোল করতে পারে নি। ফলে ২-১ গোলের জয়ে পূর্ণ তিন পয়েন্ট নিয়ে বাড়ি ফিরে ওয়ারী ক্লাব।