আজ অনুষ্ঠিত বসুন্ধরা গ্রুপ বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ লীগ ২০২৪-২৫ এর দুইটি ম্যাচে ভিন্নধর্মী ফলাফল দেখা গেছে। একদিকে পিডব্লিউডি স্পোর্টস ক্লাব ঢাকা রেঞ্জার্স এফসিকে গোল বন্যায় ভাসিয়ে দিয়েছে, অন্যদিকে সিটি ক্লাব ও লিটল ফ্রেন্ডস ক্লাবের মধ্যে হয়েছে হাড্ডাহাড্ডি লড়াইটি হয়েছে ড্র।
প্রথম ম্যাচে পিডব্লিউডি স্পোর্টস ক্লাব ঢাকা রেঞ্জার্স ফুটবল ক্লাবকে ৫-০ গোলে উড়িয়ে দিয়েছে। দলের পক্ষে জোড়া গোল করেছেন মো. আবু সাঈদ ও মিনহাজুল করিম স্বাধীন। ম্যাচের ১৬তম মিনিটে আবু সাঈদের গোলে এগিয়ে যায় পিডব্লিউডি। ৫৩তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন মিনহাজুল। ৬০তম মিনিটে নিজের দ্বিতীয় গোল করেন তিনি। এরপর ৮৬ মিনিটে হিরা ঘোষ দলের চতুর্থ গোল করেন। আর ৮৭তম মিনিটে সাঈদের দ্বিতীয় গোল দলের বড় জয়ে অবদান রাখে।
দিনের অপর ম্যাচটি ছিল বেশ উত্তেজনাপূর্ণ। সিটি ক্লাব ও লিটল ফ্রেন্ডস ক্লাবের ম্যাচটি ১-১ গোলে ড্র হয়। সিটি ক্লাবের পক্ষে ৩৮ মিনিটে গোল করেন মো. হাবিবুল্লাহ বাশার। কিন্তু ম্যাচের শেষ সময়ে, ৮৬ মিনিটে মো. নাহিদ হাসান গোল করে লিটল ফ্রেন্ডস ক্লাবকে পরাজয়ের হাত থেকে রক্ষা করে এক পয়েন্ট এনে দেন।