শেষের পথে বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ লিগ (বিসিএল)। মঙ্গলবার কমলাপুর স্টেডিয়ামে ফর্টিস একাডেমি (বেরাইদ) কে ৩-১ গোলে হারিয়ে বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ লিগে রানার্সআপ হয়েছে বাফুফে এলিট ফুটবল একাডেমি।

ম্যাচের ৮৮তম এবং নির্ধারিত ৯০ মিনিটের পর ইনজুরি সময়ে মাত্র ৬ মিনিটের ব্যবধানে দুই গোল করে দলের জয় নিশ্চিত করেন তরুণ ফরোয়ার্ড মুর্শেদ আলী। এর আগে ২২তম মিনিটে রুবেলের গোলে বাফুফে এলিট একাডেমি এগিয়ে গেলেও ৪৭তম মিনিটে ফর্টিস একাডেমিকে সমতায় ফেরান জিশান।

ম্যাচ শেষে বাফুফে এলিট একাডেমিকে রানার্সআপ ট্রফি বিতরণ করেন বাফুফে সহ-সভাপতি মহিউদ্দীন আহমেদ মহি। একই ভেন্যুতে আগামীকাল বুধবার (১৯ এপ্রিল) ব্রাদার্স ইউনিয়ন ও গোপালগঞ্জ এসসির মধ্যে শিরোপা নির্ধারণী ম্যাচ অনুষ্ঠিত হবে। অবশ্য এই দুই দলই আগামী মৌসুমের জন্য বাংলাদেশ প্রিমিয়ার লিগে খেলার যোগ্যতা অর্জন করেছে।

Previous articleচ. আবাহনীকে বিধ্বস্ত করে ফেডারেশন কাপের শেষ চারে মোহামেডান
Next articleবিসিএল চ্যাম্পিয়ন হয়ে বিপিএলে ফিরছে ব্রাদার্স ইউনিয়ন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here