বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ বিসিএলে আজকের দিনে জয় পেয়েছে সিটি ক্লাব এবং লিটল ফ্রেন্ডস ক্লাব। উত্তর বারিধারা ক্লাবকে সিটি ক্লাব এবং ঢাকা রেঞ্জার্স ফুটবল ক্লাবকে লিটল ফ্রেন্ডস ক্লাব পরাজিত করে।
বিসিএলে আজ মুখোমুখি হয়েছে সিটি ক্লাব এবং উত্তর বারিধারা ক্লাব । ম্যাচে ২-০ তে জয় পায় সিটি ক্লাব। ম্যাচ শুরুর ৮ মিনিটে মাথায় শাহেদ মিয়া গোল করে সিটি ক্লাবকে এগিয়ে দেন। দ্বিতীয় গোলটি আসে ম্যাচের দ্বিতীয়ার্ধে। ৬৩ তম মিনিটে মিজানুর রহমানের গোলটি করেন। দুইটি গোল হজম করলেও উত্তর বারিধারা ক্লাব কোনো গোল শোধ করতে পারে নি। ফলে ২-০ তে জয় পায় সিটি ক্লাব।
আরেক ম্যাচে ঢাকা রেঞ্জার্স ফুটবল ক্লাবের বিপক্ষে মাঠে নেমেছিলো লিটল ফ্রেন্ডস ক্লাব। এই ম্যাচে জয় পায় লিটল ফ্রেন্ডস ক্লাব, রেঞ্জার্স ফুটবল ক্লাবকে তারা ২-০ তে পরাজিত করে। দুইটি গোলই আসে ম্যাচের দ্বিতীয়ার্ধে, লিটল ফ্রেন্ডস ক্লাবের হয়ে গোল করেছে মোহাম্মদ রাকিব এবং সজীব রাজবংশী।
দিনের অন্য আরেক খেলায় ফরাশগঞ্জ স্পোর্টিং ক্লাবকে ১-০ তে পরাজিত করেছে পিডাব্লিউডি স্পোর্টস ক্লাব। ম্যাচে একমাত্র গোলটি করেন মোহাম্মদ মিনহাজুল করিম স্বাধীন।