বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আয়োজিত দু’দিনব্যাপী ক্রিকেট কনফারেন্সে বোর্ড পরিচালক আসিফ আকবরের ফুটবল ও ফুটবলারদের নিয়ে কটূ মন্তব্যের ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। এ বিষয়ে বিসিবির কাছে আনুষ্ঠানিক ব্যাখ্যা চেয়েছেন বাফুফে সভাপতি তাবিথ আউয়াল।

রবিবার বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের কাছে পাঠানো এক চিঠিতে তাবিথ আউয়াল বলেন, ক্রিকেট কনফারেন্সে ফুটবল সম্পর্কে করা মন্তব্য ‘অবমাননাকর, অপমানজনক ও উদ্বেগজনক’। তিনি আশা প্রকাশ করেন, বিসিবি সভাপতি বিষয়টি সর্বসম্মুখে ব্যাখ্যা দেবেন এবং ক্রীড়া সমাজে সৃষ্ট বিভ্রান্তি দূর করবেন।

চিঠিতে বাফুফে সভাপতি লেখেন,

“বাংলাদেশ ক্রিকেট কনফারেন্সে ফুটবল খেলাকে নিয়ে অত্যন্ত অবমাননাকর ও হতাশাজনক মন্তব্য করা হয়, যা শুধু ফুটবল নয়, পুরো ক্রীড়া সমাজের জন্যই দুঃখজনক। আমরা এই মন্তব্যের প্রতি তীব্র নিন্দা জানাচ্ছি এবং এটিকে আমাদের আনুষ্ঠানিক আপত্তি হিসেবে বিবেচনা করার অনুরোধ করছি।”

তিনি আরও উল্লেখ করেন,

“যখন ক্রিকেট বোর্ডের কনফারেন্সে ‘অভিজাত’ শব্দটি ব্যবহার করা হয়, তখন প্রশ্ন ওঠে আমরা কি সত্যিই বৈষম্যহীন ও সমতাভিত্তিক বাংলাদেশের আদর্শে অটল আছি? আর যখন ‘মারামারি’ শব্দটি উচ্চারিত হয়, তখন সেটি আরও উদ্বেগজনক হয়ে ওঠে।”

তাবিথ আউয়াল বলেন, এমন বক্তব্য ফুটবল ও ফুটবলারদের প্রতি চরম অসম্মানজনক এবং ক্রীড়ার মৌলিক মূল্যবোধের পরিপন্থী। তিনি মনে করেন, ফুটবল কেবল একটি খেলা নয়—এটি কোটি মানুষের আবেগ, ঐক্য ও গৌরবের প্রতীক।

চিঠির শেষাংশে বাফুফে সভাপতি আশা প্রকাশ করেন, বিসিবি সভাপতি দ্রুত এ বিষয়ে আনুষ্ঠানিক ব্যাখ্যা দেবেন এবং দেশের ক্রীড়াঙ্গনে পারস্পরিক শ্রদ্ধা ও সহযোগিতার পরিবেশ বজায় রাখবেন।

প্রসঙ্গত, গত ৯ নভেম্বর অনুষ্ঠিত ক্রিকেট কনফারেন্সে বিসিবি পরিচালক আসিফ আকবর বলেন,

“ফুটবলারদের ব্যবহার খুব খারাপ। আমি সরাসরি বলতে চাই। কারণ, ক্রিকেট একটা আভিজাত্যের খেলা। … আমরা তো মারামারি করতে যাব না, প্রয়োজন হলে করব।”

এই বক্তব্যের পর থেকেই ক্রীড়াঙ্গনে সমালোচনার ঝড় উঠেছে।

Previous articleবাংলাদেশে ফিরছেন হামজা চৌধুরী ও শমিত সোম, সামনে ভারত-নেপাল ম্যাচ
Next articleভারত ম্যাচের টিকিট ছয় মিনিটে বিক্রি শেষ—বাংলাদেশে ফুটবলের উন্মাদনা তুঙ্গে

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here