এএফসি এশিয়ান কাপ বাছাইয়ের তৃতীয় রাউন্ডকে সামনে রেখে বাংলাদেশ জাতীয় ফুটবল দল প্রস্তুতি নিচ্ছে পুরোদমে। বুধবার (৫ মার্চ) দুপুর ১টা ৫৫ মিনিটে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে সৌদি আরবের উদ্দেশ্যে রওনা দেবে জামাল ভূঁইয়ারা।

প্রাথমিকভাবে ডাকা ৩০ জন ফুটবলারের মধ্যে ২৮ জনকে নিয়ে সৌদি আরবে কন্ডিশনিং ক্যাম্প করবে দলটি। তায়েফে দুই সপ্তাহের প্রশিক্ষণ শেষে ১৭ মার্চ দেশে ফিরে দুই দিন অনুশীলন করবে তারা। এরপর ২০ মার্চ ভারতের শিলংয়ে রওনা হবে জাতীয় দল।

এএফসি এশিয়ান কাপ বাছাইয়ের তৃতীয় রাউন্ডে বাংলাদেশের প্রতিপক্ষ ভারত, হংকং ও সিঙ্গাপুর। চূড়ান্ত পর্বে উঠতে বাংলাদেশের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ দুই ম্যাচ ভারতের বিপক্ষে। দুই দেশের প্রথম ম্যাচ অনুষ্ঠিত হবে ২৫ মার্চ ভারতের শিলংয়ে, আর ফিরতি ম্যাচ ঢাকায় হবে ১৮ নভেম্বর।

জাতীয় দলের প্রধান কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা বাছাই পর্বের চূড়ান্ত পর্বকে লক্ষ্য রেখে ২৮ ফেব্রুয়ারি থেকেই অনুশীলন শুরু করেছেন। এবার সৌদি আরবে গিয়ে খেলোয়াড়দের কন্ডিশনিং ক্যাম্পের মাধ্যমে আরও প্রস্তুত করার পরিকল্পনা রয়েছে তার।

এদিকে, ইংলিশ চ্যাম্পিয়নশিপের ক্লাব শেফিল্ড ইউনাইটেডের বাংলাদেশি মিডফিল্ডার হামজা চৌধুরী ১৯ মার্চ ঢাকায় এসে দলের সঙ্গে যোগ দেবেন। আরেক প্রবাসী ফুটবলার ফাহমেদুল ১০ মার্চ সৌদি আরবে গিয়ে দলের সঙ্গে একত্রিত হবেন।

এশিয়ান কাপ বাছাইয়ের তৃতীয় রাউন্ডে ২৪টি দল ৬টি গ্রুপে বিভক্ত হয়ে প্রতিযোগিতা করবে। প্রতিটি গ্রুপের চ্যাম্পিয়ন দল ২০২৭ সালে সৌদি আরবে অনুষ্ঠিতব্য এশিয়ান কাপের মূল পর্বে খেলার সুযোগ পাবে।

Previous articleভারত ম্যাচের জন্য সবাই সিরিয়াস; ভালো ফলের প্রত্যাশা!
Next articleসৌদিতে তিন প্রস্তুতি ম্যাচের পরিকল্পনা কাবরেরার

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here