বাংলাদেশ প্রিমিয়ার লিগে আজ গিয়েছে এক বৃষ্টিস্নাত দিন। ৩ ম্যাচেই হানা দিয়েছে বেরসিক বৃষ্টি। বৃষ্টিতে ভিজে বসুন্ধরা কিংস ও ব্রাদার্স ইউনিয়ন বড় জয় তুলে নিলেও অতিবৃষ্টিতে স্থগিত হয়ে গিয়েছে চ্যাম্পিয়ন মোহামেডান ও রহমতগঞ্জের ম্যাচটি।

কুমিল্লায় ইতিমধ্যেই লিগ শিরোপা নিশ্চিত করে ফেলা মোহামেডান স্পোর্টিং ক্লাব মুখোমুখি হয় রহমতগঞ্জের। শুরু থেকেই জমে উঠে দুই দলের লড়াই। ম্যাচের ২য় মিনিটে গোল করে দলকে এগিয়ে দেন সুলেমান দিয়াবাতে। মিনিট তিনেক পর ব্যবধান দ্বিগুণ করেন সানডে ইমানুয়েল। অবশ্য ১০ম মিনিটে এক গোল শোধ দিয়ে রহমতগঞ্জকে ম্যাচে ফেরান স্যামুয়েল বয়টেং। এরপর ম্যাচের ১৮তম মিনিটে শুরু হয় তুমুল বৃষ্টিপাত। যার কারণে খেলা বন্ধ করে খেলোয়াড়দের ড্রেসিংরুমে ফেরার ঘোষণা দেন রেফারি।

পরবর্তীতে মাঠ আর খেলার উপযোগী নয় বিবেচনায় খেলা স্থগিত করার সিদ্ধান্ত নেন ম্যাচ কমিশনার। পরবর্তীতে সংবাদ বিজ্ঞপ্তিতে বাফুফে জানিয়েছে আগামীকাল দুপুরে ১.০০ টায় ম্যাচটি যেখানে বন্ধ হয়েছে সেখান থেকে আবার শুরু হবে।

এদিকে গাজীপুরে গোল উৎসব করেছে বসুন্ধরা কিংস। ফকিরেরপুলের বিপক্ষে তুলে নিয়েছে ৭-২ গোলের বড় জয়। এই ম্যাচে একাই চার গোল করে সব আলো কেড়ে নিয়েছেন জাতীয় দলের তারকা ফরোয়ার্ড রাকিব হোসেন। ম্যাচের ২২, ৬৮, ৭৭ ও ৮৮তম মিনিট মোট চারবার জালের ঠিকানা খুঁজে নেন তিনি। এছাড়া আসরোর গাফুরভ ৩৬তম মিনিটে, ফয়সাল আহমেদ ফাহিম ৩৮তম মিনিটে এবং রফিকুল ইসলাম ৪৭তম মিনিটে একটি করে গোল করেন। ফকিরেরপুলের হয়ে দুটি গোল শোধ দেন শান্ত টুডু ও তিয়াস দাস।

অপরদিকে মুন্সীগঞ্জে ব্রাদার্স ইউনিয়নের দাপট ছিল চোখে পড়ার মতো। ঢাকা ওয়ান্ডার্সের বিপক্ষে তারা তুলে ৫-০ গোলের বড় জয়। ব্রাদার্সের হয়ে জোড়া গোল করেন আসসান এনজিয়ে (৮ মিনিট ও ৯০ মিনিট) ও জাকারিয়া ডার্বো (৩৬ ও ৪৩ মিনিটে)। এছাড়া এমফন উদো ৭৫ মিনিটে করেন এক গোল। যার ফলে ৫-০ গোলের বড় জয় নিয়ে মাঠ ছাড়ে গোপীবাগের ক্লাবটি।

Previous articleসিটি ক্লাবের জয়, ড্র করছে বিআরটিসি ও আরামবাগ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here