নভেম্বরের শুরুতেই সাধারণত থাকে শীতের ছোঁয়া। কিন্তু জলবায়ু পরিবর্তনের প্রভাবে এখনো গরমের তীব্রতা কাটেনি। এর মধ্যেই আজ বিকেলে ঢাকায় নামে আকস্মিক ভারী বৃষ্টি। সেই বৃষ্টির মধ্যেই অনুশীলনে নামে জাতীয় ফুটবল দল।

বৃষ্টির সঙ্গে ক্রিকেটের চিরশত্রুতা থাকলেও ফুটবলে যেন তার উল্টো চিত্র। আজ জাতীয় স্টেডিয়ামে বৃষ্টির ফোয়ারার মধ্যেও ১৪ জন ফুটবলার নিয়মিত অনুশীলন করেছেন। জামাল ভূইয়ারা যেন ফিরে গিয়েছিলেন শৈশবের দিনগুলোতে—যখন বৃষ্টিতে ভিজে বল খেলাই ছিল সবচেয়ে বড় আনন্দ।

প্রধান কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা ছুটিতে থাকায় দলের দায়িত্বে আছেন সহকারী কোচ হাসান আল মামুন। তার তত্ত্বাবধানেই চলে বৃষ্টিভেজা এই অনুশীলন সেশন।

অক্টোবর উইন্ডোতে একবার বৃষ্টির কারণে জাতীয় দলের অনুশীলন পণ্ড হয়েছিল, কারণ সেদিনের বৃষ্টির সঙ্গে ছিল বজ্রপাত। আজ তেমন ঝুঁকি না থাকায় অনুশীলন চলেছে নির্বিঘ্নে। যদিও বৃষ্টিতে ভিজে ঠান্ডা-জ্বরে আক্রান্ত হওয়ার আশঙ্কা থেকেই যায় ফুটবলারদের জন্য।

Previous articleতিন ম্যাচে তিন হারে এএফসি চ্যালেঞ্জ লিগ থেকে বিদায় বসুন্ধরা কিংসের

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here