দ্বিতীয়বারের মতো সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জেতা বাংলাদেশ নারী ফুটবল দলকে এবার একুশে পদকের জন্য মনোনীত করা হয়েছে। বৃহস্পতিবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে একুশে পদক প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বিশিষ্টজনদের এই সম্মানজনক পুরস্কার প্রদান করবেন।

প্রথমে সংস্কৃতি মন্ত্রণালয় বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) কাছে সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে শুরুর একাদশে থাকা ১১ জনের নাম চেয়েছিল। তবে বাফুফে মনে করে, পুরো ৩২ সদস্যের দলকেই স্বীকৃতি দেওয়া উচিত। এই দাবির পরিপ্রেক্ষিতে বাফুফে সংস্কৃতি মন্ত্রণালয়কে অনুরোধ করে দলের সব সদস্যকে আমন্ত্রণ জানানোর জন্য।

সংস্কৃতি মন্ত্রণালয় শেষ পর্যন্ত ২৩ জন ফুটবলার ও কোচ-কর্মকর্তাসহ বাকি ৯ জনকে আমন্ত্রণপত্র পাঠিয়েছে। এছাড়া বাফুফে কর্মকর্তাদের জন্যও পাঠানো হয়েছে ৭টি আমন্ত্রণপত্র।

অনুষ্ঠানে দলের সবাই আমন্ত্রণ পেলেও মঞ্চে উঠে দলের প্রতিনিধি হিসেবে একুশে পদক গ্রহণ করবেন অধিনায়ক সাবিনা খাতুন ও মারিয়া মান্দা। এছাড়াও দক্ষিণ এশিয়ার শ্রেষ্ঠ দল হিসেবে বাংলাদেশ নারী ফুটবল দল পাবে চার লাখ টাকা পুরস্কার।

বাংলাদেশ নারী ফুটবল দলের এই স্বীকৃতি দেশের ক্রীড়াঙ্গনের জন্য এক বিশাল অর্জন।

Previous articleবাংলাদেশ দলে ডাক পেয়ে গর্বিত ফাহামেদুল
Next articleএকুশে পদক গ্রহন করলো সাফ জয়ী নারী ফুটবল দল

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here