দক্ষিণ এশিয়ার ফুটসালে নতুন ইতিহাস গড়া বাংলাদেশ নারী ফুটসাল দল বৃহস্পতিবার দেশে ফিরছে। থাইল্যান্ডের ব্যাংককে অনুষ্ঠিত প্রথম সাফ ফুটসাল চ্যাম্পিয়নশিপে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে সাবিনা-কৃষ্ণারা অপরাজিত চ্যাম্পিয়ন হয়।
টুর্নামেন্টের শেষ ম্যাচে মালদ্বীপকে ১৪-২ গোলের বিশাল ব্যবধানে হারিয়ে শিরোপা নিশ্চিত করে বাংলাদেশ। পুরো আসরে দাপুটে পারফরম্যান্সে প্রতিপক্ষদের কোনো সুযোগই দেয়নি লাল-সবুজের মেয়েরা।
ব্যাংকক থেকে ফুটসাল দলের ম্যানেজার ইমরানুর রহমান জাগো নিউজকে জানান, পুরুষ ফুটসাল দল মঙ্গলবার বিকেল সোয়া চারটায় ঢাকায় পৌঁছাবে। দুই দিন পর একই সময়ে দেশে ফিরবে নারী ফুটসাল দল।
প্রথমবার আয়োজিত সাফ ফুটসাল চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ ছেলে ও মেয়ে—দুই বিভাগেই অংশ নেয়। পুরুষ বিভাগে ৭ দেশের মধ্যে বাংলাদেশ দল ৬ ম্যাচে ২ জয় ও ১ ড্র নিয়ে ৭ পয়েন্ট অর্জন করে পঞ্চম স্থানে থেকে টুর্নামেন্ট শেষ করে।
নারী বিভাগে বাংলাদেশ ছিল একেবারেই অপ্রতিরোধ্য। ৬ ম্যাচে ৫ জয় ও ১ ড্র করে মোট ১৬ পয়েন্ট সংগ্রহ করে অপরাজিত চ্যাম্পিয়ন হয় দলটি। এর আগে নারী ফুটবলে টানা দুইবার দক্ষিণ এশিয়ার চ্যাম্পিয়ন হয়েছিল বাংলাদেশ। এবার নারী ফুটসালেও দক্ষিণ এশিয়ার সেরা হওয়ার গৌরব অর্জন করল সাবিনা-কৃষ্ণাদের দল।


