জাতীয় স্টেডিয়াম যেন হামজা চৌধুরীর জন্য সৌভাগ্যের মাঠ। হংকং, চায়নার বিপক্ষে আজকের ম্যাচে সেটাই আবারও প্রমাণ করলেন বাংলাদেশ দলের ইংল্যান্ডফেরত এই মিডফিল্ডার। ম্যাচের আগের দিন প্রতিপক্ষ কোচ অ্যাশলে ওয়েস্টউড কটাক্ষ করে বলেছিলেন, “হামজাকে দলে নিলে বেঞ্চে রাখতাম।” সেই ‘বেঞ্চের খেলোয়াড়’ই মাঠে দুর্দান্ত এক ফ্রি-কিকে চুপ করিয়ে দিলেন হংকং শিবিরকে।

এএফসি এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচে ১৩ মিনিটে বক্সের বাঁ প্রান্তে ফ্রি-কিক পায় বাংলাদেশ। সেখান থেকে হামজার বাঁকানো শট সরাসরি খুঁজে নেয় জাল। হংকংয়ের ফরোয়ার্ড মাচ অর হেডে ক্লিয়ার করতে চাইলেও ব্যর্থ হন।

এ নিয়ে লাল-সবুজ জার্সিতে চার ম্যাচে দুই গোল করলেন বাংলাদেশ দলের নম্বর এইট।

শিলংয়ে ভারতের বিপক্ষে ২৫ মার্চ বাংলাদেশ জার্সিতে অভিষেক হয় হামজার। এরপর জুনে জাতীয় স্টেডিয়ামে ভুটানের বিপক্ষে ঘরের মাঠে প্রথম গোল পান ডিফেন্সিভ এই মিডফিল্ডার।

সিঙ্গাপুরের বিপক্ষে গত ম্যাচে গোলের সুযোগ নষ্ট করায় আফসোসে পুড়েছিলেন তিনি। ম্যাচের আগের দিন সাংবাদিকদের বলেছিলেন, “ওই ম্যাচের ভিডিও দেখলে এখনও খারাপ লাগে। চেষ্টা করব, পরেরবার সুযোগ কাজে লাগাতে।”

কথা রেখেছেন হামজা চৌধুরী— জাতীয় স্টেডিয়ামে দুর্দান্ত ফ্রি-কিকেই মিটিয়েছেন সেই আক্ষেপ, আর এনে দিয়েছেন বাংলাদেশকে গুরুত্বপূর্ণ লিড।

Previous articleহামজা-শমিতে শক্তি বেড়েছে, জয়ের আশায় কোচ-অধিনায়ক
Next articleশেষ সেকেন্ডে গোল হজম; বিফলে হামজা-শমিতের গোল!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here