প্রথমবারের মতো থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে আয়োজন করা হচ্ছে সাফ নারী ফুটসাল চ্যাম্পিয়নশিপ। ১৩ থেকে ২৫ জানুয়ারি পর্যন্ত চলবে সাত দলের এই টুর্নামেন্ট। আসর সামনে রেখে রবিবার অনুষ্ঠিত হয়েছে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন, যেখানে বাংলাদেশের অধিনায়ক সাবিনা খাতুন দেশের জন্য ভালো কিছু করার প্রত্যয়ের কথা জানিয়েছেন।

এই টুর্নামেন্টে বাংলাদেশের সঙ্গে অংশ নিচ্ছে ভুটান, মালদ্বীপ, নেপাল, পাকিস্তান, শ্রীলঙ্কা ও ভারত। আগামী ১৫ জানুয়ারি ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে বাংলাদেশের অভিযান।

সংবাদ সম্মেলনে অধিনায়ক সাবিনা খাতুন বলেন,

‘ফুটসালটা আমাদের জন্য একেবারেই নতুন। তবে টুর্নামেন্টে ভালো কিছু করার বিশ্বাস আমাদের আছে। দেশের জন্য খেলাটা সবসময়ই গর্বের বিষয়। ইনশাআল্লাহ, সেটাই আমাদের দৃঢ় লক্ষ্য।’

প্রতিপক্ষ দলগুলোর শক্তি নিয়ে সাবিনার মূল্যায়ন,

‘আমার মনে হয় সব দলই সমান অবস্থানে আছে, কারণ ফুটসাল সবার জন্যই নতুন। খেলোয়াড় নির্বাচনের জন্য আমরা মাত্র এক মাস সময় পেয়েছি। আর বাংলাদেশে আলাদা করে ফুটসাল না থাকায় সব খেলোয়াড়ই মূলত ফুটবলার।’

বাংলাদেশ দলের ইরানি কোচ খোদারাহেমিও ভবিষ্যৎ নিয়ে আশাবাদী। তিনি বলেন,

‘শুরুর জন্য সব দেশেরই ভালো পরিকল্পনা ও শক্ত ভিত্তি প্রয়োজন। আমি আশা করি, ভবিষ্যতে সাফের ধাপ পেরিয়ে ইনশাআল্লাহ বিশ্বকাপেও যাবে। আমি আশাবাদী, কারণ এখানে অনেক সম্ভাবনা আছে। বাংলাদেশের জনসংখ্যা প্রায় ১৮ কোটি, ভারতের আরও বেশি। এসব দেশেই প্রচুর প্রতিভা রয়েছে—শুধু দরকার সঠিক পরিকল্পনা ও উদ্যোগ।’

প্রথম আসরেই ভালো পারফরম্যান্সের মাধ্যমে সাফ নারী ফুটসালে নিজেদের শক্ত অবস্থান জানান দেওয়াই বাংলাদেশের মূল

Previous articleদলবদল শেষে, ফেব্রুয়ারিতে শুরু লিগ ও ফেডারেশন কাপ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here