ত্রিদেশী কাপ-২০২১ এ ফিলিস্তিনের পর এবার কিরগিস্তানের বিপক্ষেও পরাজিত হলো বাংলাদেশ জাতীয় ফুটবল দল। নিজেদের দ্বিতীয় ম্যাচে স্বাগতিক কিরগিস্তানের কাছে ৪-১ গোলে পরাজিত হয় বাংলাদেশ। র‍্যাংকিং ও শক্তি-সামর্থ্যের দিক দিয়ে দুইদলের বিস্তর পার্থক্য ছিলো। মুখোমুখি লড়াইয়ের পরিসংখ্যানেও একক আধিপত্য ছিলো কিরগিস্তানের। তা গতকালের ম্যাচে স্পষ্টভাবে প্রকাশ পেয়েছে।

কিরগিস্তানের বিপক্ষে ম্যাচের পর কোচ জেমি ডে বলেন, ‘আমরা আশাহত। আমি মনে করি নি আজকের গেমটি আসলে ৪-১ এর ব্যবধানে শেষ হবে। আমরা গত ম্যাচে প্যালেস্টাইনের সাথে যেভাবে খেলেছিলাম তার থেকে ভালো একটা সূচনা হয়েছিল। আমি মনে করি না মাত্র দুই দিনের ব্যবধানে র‍্যাংকিংয়ে ৮০-৯০ ঘর উপরে থাকা দলগুলোর বিপক্ষে খেলা এবং আশা করা উভয় দিনই খেলোয়াড়রা তাদের সর্বোচ্চটা দিতে পারবে।’

বাংলাদেশের ব্যর্থতা দিনে কিরগিজরা ছড়িয়ে আলো। ফিলিস্তিনের বিপক্ষে ম্যাচের মতো বাংলাদেশ বিপক্ষেও প্রতিপক্ষকে ছাড় দেয় নি একবিন্দু। কিরগিজদের প্রশংসা করে জেমি ডে বলেন, ‘আমরা জানতাম যে কিরগিস্তান খুবই ভাল দল এবং তাদের বেশ কিছু ভালো খেলোয়াড় রয়েছে। আমাদের লক্ষ্য ছিল তাদের জন্য আমাদের হাফে খেলা যেন কষ্টকর হয় এবং তারা যেন স্পেস ও পকেট বের করে খেলতে না পারে। এই জিনিসটা আমরা ভালোই করছিলাম যতক্ষণ পর্যন্ত না কিরগিস্তান টিম সেট পিসে আমাদের একটি গোল দেয়। তখন আমাদের পরিবেশ-পরিস্থিতি সব বদলে যায়,যদিও এটা হতাশাজনক।’

তিনি আরো বলেন, ‘দ্বিতীয়ার্ধের প্রথম মিনিটের মধ্যেই আমরা আবার আরও একটি গোল হজম করি যা এই নিয়ে দুই বার এটা কখনোই কাম্য নয়। এরপর যদিও ছেলেরা গেমে ফিরে আসার জন্য চেষ্টা চালিয়েছিলো এবং একটি গোল করেছিলো কিন্তু শেষার্ধে সেট পিস থেকে আমরা আরও একটি গোল হজম করি। দেখুন আমরা আগে থেকেই জানতাম দুটি দলই অনেক শক্তিশালী দল কিন্তু আমাদের খেলোয়াড়রাও ডিফেন্ডিং খুব ভালো করেছে। এখান থেকে আমরা অনেক অভিজ্ঞতা ও শিক্ষা নিয়ে যাচ্ছি।’

Previous articleবাংলাদেশের জালে কিরগিস্তানের এক হালি গোল
Next articleআন্তর্জাতিক অঙ্গনে ফেরার ম্যাচে ভালো করতে প্রত্যয়ী নারী দল

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here