ফাহামিদুলকে দল থেকে বাদ দেওয়ার বিষয়কে কেন্দ্র করে সরগরম বাংলাদেশের ফুটবল অঙ্গন। ফাহামিদুলকে ফিরিয়ে আনতে গতকাল একদল ভক্ত-সমর্থক আন্দোলনের ডাক দেন। তারা গতকাল পদযাত্রা করে টিম হোটেলের সামনে আন্দোলন করে। গতকালের মতো আজকেও নিজেদের আন্দোলন বজায় রেখেছে বাংলাদেশের ফুটবল ভক্তরা।

ফাহামিদুলকে ফিরিয়ে আনতে মরিয়া বাংলাদেশের ফুটবল ভক্তরা। অনলাইনের পাশাপাশি অফলাইনেও তারা নিজেদের আন্দোলন জারি রেখেছে। গতকালের মতো আজকেও হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে আন্দোলন করতে দেখা গিয়েছে। আন্দোলনের এক পর্যায়ে ভক্ত সমর্থকদের একটি প্রতিনিধি দলের সাথে সাথে কথা বলেন বাফুফের সভাপতি তাবিথ আওয়াল।

বাফুফে সভাপতি তাবিথ আওয়ালের সাথে সাক্ষাৎকালে নিজেদের দাবিদাওয়া তুলে ধরেন ফুটবল সমর্থকদের সেই প্রতিনিধি দল। ফাহামিদুলকে দলে ফেরানোর পাশাপাশি, ক্লাব সিন্ডিকেট ভাঙ্গার বিষয়েও দাবি তুলেন সমর্থকরা। এই প্রসঙ্গে সেভ বাংলাদেশ ফুটবলের একজন প্রতিনিধি বলেন, “আমরা বাফুফে সভাপতিকে জানিয়েছি যে, ফাহামিদুলকে কেনো বাদ দেওয়া হলো এই বিষয়ে ধোঁয়াশা পরিষ্কার করতে হবে এবং যারা এর পিছনে দায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। ক্লাব সিন্ডিকেটসহ বাংলাদেশ ফুটবলে যে সিন্ডিকেটটি দীর্ঘদিন ধরে কাজ করছে তা ভেঙ্গে দিতে হবে; তিনি আমাদের আশ্বাস দিয়েছেন তিনি এটা নিয়ে কাজ করবেন।”

ফাহামিদুলের বিষয়ে আজ বাফুফে সভাপতি তাবিথ আওয়াল ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার সাথে আলোচনায় বসবেন। তবে ধারণা করা হচ্ছে ফাহামিদুলকে ভারত ম্যাচে দলে ফেরানো হবে সম্ভব নয়। পরবর্তীতে হয়তোবা তাকে নিয়ে সিদ্ধান্ত আসতে পারে।

Previous articleবাংলাদেশের বিপক্ষে মহারণের আগে পরিকল্পনা জানালেন ভারতের কোচ!
Next articleহামজার অনুশীলন দেখতে টিকিট বাধ্যতামূলক, পজিশন নিয়ে সিদ্ধান্ত পরে

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here