এশিয়ান কাপের বাছাইপর্বের তৃতীয় রাউন্ডের গুরুত্বপূর্ণ ম্যাচের প্রস্তুতিতে ব্যস্ত বাংলাদেশ ফুটবল দল। আগামী ২৫ মার্চ ভারতের শিলংয়ে স্বাগতিকদের মুখোমুখি হবে লাল-সবুজের দল। সেই ম্যাচের আগে সৌদি আরবের তায়েফে চলছে কঠোর অনুশীলন, যেখানে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে সেটপিসের ওপর।
উল্লেখ্য, ২০১৯ সালের বিশ্বকাপ বাছাইয়ের সেই ম্যাচে কলকাতায় ভারতের বিপক্ষে এগিয়ে গিয়েও শেষ মুহূর্তে সেটপিস থেকে গোল হজম করে জয় হাতছাড়া করেছিল বাংলাদেশ। সেই ভুল থেকে শিক্ষা নিয়ে এবার কোনো সুযোগ দিতে নারাজ কোচ হাভিয়ের ক্যাবরেরা ও তার শিষ্যরা।
তায়েফ ক্যাম্প থেকে ক্যাবরেরা জানান, ‘অনুশীলন ভালোই চলছে। আজ আমরা সেটপিস নিয়ে বেশি কাজ করেছি, কারণ এটা খুবই গুরুত্বপূর্ণ। ছেলেদের চাপ কিছুটা কমিয়ে এই বিষয়টিতে মনোযোগ দিয়েছি, এবং তারা ভালোভাবেই সেটি করছে।’
ক্যাম্পে খেলোয়াড়দের আত্মবিশ্বাসও ধীরে ধীরে বাড়ছে। মিডফিল্ডার মো: হৃদয় জানিয়েছেন, ‘আলহামদুলিল্লাহ, সবাই সুস্থ আছি। ভারতের বিপক্ষে ম্যাচের জন্য আমরা কঠোর পরিশ্রম করছি। কোচের পরিকল্পনা অনুযায়ী খেলতে পারলে ভালো কিছু করা সম্ভব।’
এদিকে, আবাহনীর আরেক মিডফিল্ডার পাপন সিংহ জানিয়েছেন যে প্রতিপক্ষকে সম্মান করলেও তারা নিজেদের স্বাভাবিক ফুটবল খেলতে চান এবং ইতিবাচক ফলের আশায় আছেন। তিনি জানিয়েছেন যে শিলংয়ের আবহাওয়ার সঙ্গে খাপ খাওয়ানোর জন্য সৌদিতে বিশেষ অনুশীলন হচ্ছে, এবং তিনি মূল একাদশে জায়গা করে নিতে সর্বোচ্চ চেষ্টা করছেন। সব মিলিয়ে, ভারত ম্যাচের আগে বাংলাদেশ দল আত্মবিশ্বাসী, এবং এবার যেন আগের ভুলের পুনরাবৃত্তি না হয়, সে ব্যাপারে সবাই সতর্ক।