অপেক্ষার প্রহর শেষ হওয়ার পালা, এশিয়ান কাপ বাছাইয়ের গুরুত্বপুর্ন ম্যাচে মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ও ভারত। প্রায় এক মাসের প্রস্তুতি পর্ব শেষে ভারতের বিপক্ষে মহারণের অপেক্ষায় বাংলাদেশ। মর্যাদার এই লড়াইয়ের আগে বাংলাদেশ কোচ হাভিয়ের ক্যাবরেরা দেখাচ্ছেন বেশ আত্মবিশ্বাস।

স্প্যানিশ কোচ হাভিয়ের ক্যাবরেরার মনে হচ্ছে, অতীতের যে কোনো সময়ের চেয়ে আরও শক্তিশালী হয়ে, আরও প্রস্তুত হয়ে শিলংয়ে বাংলাদেশ দল। ম্যাচ সম্পর্কে নিজের ভাবনা জানাতে গিয়ে তিনি বলেন, “আমি অনুভব করছি, আগামীকালের জন্য আমরা প্রস্তুত। নিশ্চিতভাবে ভারতের সিনিয়র দলের বিপক্ষে আমার কোচ হিসেবে খেলার প্রথম অভিজ্ঞতা হবে। আমরা জানি, ভারতের বিপক্ষে বাংলাদেশের পরিসংখ্যান ভালো নয়। ২০০৩ সালের পর বাংলাদেশ তাদেরকে হারাতে পারেনি। কিন্তু আবারও বলছি, আমরা খুবই আত্মবিশ্বাসী এবং অতীতের চেয়ে এবার বেশি শক্তিশালী। তা কেবল পারফরম্যান্সের দিক থেকে নয়, মানসিকভাবেও। আমরা মানসিকভাবেও ভীষণ শক্তিশালী অনুভব করছি।”

ভারতের বিপক্ষে মাঠে নামার নিজেদের প্রস্তুতি। নিয়েও সন্তুষ্ট বাংলাদেশ কোচ। জানালেন এই ম্যাচে লড়াই করার কথা, “আমি মনে করি, এটা খুবই রোমাঞ্চকর ম্যাচ হবে। আমরা ভীষণ অনুপ্রাণিত। ইতোমধ্যে ২৪ দিন এই ম্যাচের জন্য আমরা অনুশীলন এবং কঠোর পরিশ্রম করেছি, যেটা লম্বা সময়। আমরা সবাই ভালো আছি, আত্মবিশ্বাসী এবং ভীষণ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচ আশা করি। আশা করি, ভারতের জন্য সবকিছু কঠিন করে তুলতে পারব আমরা।”

ঢাকা ও সৌদি আরবে প্রস্তুতি নেওয়ার পর শিলংয়ে এসে প্রস্তুতির ভেন্যু ও সময় নিয়ে নানা বিরূপ পরিস্থিতির মুখোমুখি হতে হয়েছে বাংলাদেশকে। এগুলো নিয়ে এখন আর ভাবতে চাইছেন না ক্যাবরেরা। তিনি বলেন, “এসব বিষয় নিয়ে অনেক শোরগোল হয়েছে। সম্ভবত বিষয়গুলো আরও ভালো হতে পারত, কিন্তু আমাদের কাছে বিষয়টা অতীত। আমরা ওগুলো নিয়ে কোনো অজুহাত দাঁড় করাতে চাই না। শেষ পর্যন্ত আমরা মূল মাঠে আজ অনুশীলনের সুযোগ পাচ্ছি। এই সুযোগেরে সর্বোচ্চটা নেওয়ার চেষ্টা করব আমরা। যাই হোক, আমরা প্রস্তুত। আমরা সেরা ফ্যাসিলিটিজ নিয়ে অনুশীলন করতে পারিনি, কিন্তু সেরা প্রস্তুতিই নিয়েছি। তো ওই বিষয়গুলো আমাদের ভাবনায় এখন আর নেই।”

ভারত-বাংলাদেশ ম্যাচ ছাপিয়ে হামজা চৌধুরী ও সুনিল ছেত্রীর ব্যক্তিগত লড়াই নিয়েও বেশ আলোচনা চলছে। দুই দলের সবচেয়ে বড় দুই তারকার লড়াই নিয়ে ক্যাবরেরাও রোমাঞ্চিত। তবে ফুটবল দলগত খেলা মনে করিয়ে দিয়ে তিনি বলেন, “আমি মনে করি, হামজার আসা এবং সুনিলের ফেরা আরও রোমাঞ্চকর বিষয়। এটা খুব, খুব প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচ হতে যাচ্ছে। তবে নিশ্চিতভাবেই এটা কেবল ওই দুজনের ম্যাচ নয়, আমরা যদি আগামীকাল জিতি, সেটা কেবল হামজার জন্য নয়। হামজা নিশ্চিতভাবে আমাদেরকে আরও ভালো দলে রূপ দিয়েছে, এ নিয়ে কোনো সন্দেহ নেই, আমি মনে করি, সুনীলের ফেরাও ভারতকে আরও ভালো দল করেছে। কিন্তু আগামীকাল যারা জিতবে, একটা দল জিতবে। ভারতের প্রতি আমাদের অনেক শ্রদ্ধা আছে, নিজেদের প্রতিও অনেক শ্রদ্ধা আছে আমাদের।”

শিলংয়ের জহরলাল নেহরু স্টেডিয়ামে আগামীকাল (মঙ্গলবার) বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টায় এশিয়ান কাপের বাছাইয়ের তৃতীয় রাউন্ডের ম্যাচে মুখোমুখি হবে দুই দল। দুই দলই এই ম্যাচ দিয়ে নিজেদের যাত্রা শুরু করবে। তাই দুই দলই এই ম্যাচকে বাড়তি গুরুত্ব দিচ্ছে। পাশাপাশি মর্যাদার লড়াই এই ম্যাচের উত্তাপ বাড়িয়েছে কয়েকগুণ।

Previous articleবাংলাদেশ-ভারত ম্যাচ দেখবেন যেভাবে!
Next articleচাপ থাকলেও জয়ই লক্ষ্য জামালের!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here