সাফ অনূর্ধ্ব-১৭ নারী চ্যাম্পিয়নশিপে ভারতের বিপক্ষে ২-০ গোলের হারের ধাক্কা সামলে আজ নেপালের মুখোমুখি হবে বাংলাদেশ। শিরোপার দৌড়ে টিকে থাকতে হলে জয়ের বিকল্প নেই অর্পিতা-প্রীতিদের সামনে।

হাইলাইন ডিফেন্স সাজিয়েও ভারতকে রুখতে পারেনি বাংলাদেশ। প্রশ্ন উঠেছিল হেড কোচ মাহবুবুর রহমান লিটুর কৌশল নিয়েও। ম্যাচের আগে সহকারী কোচ আবুল হোসেন বলেছিলেন ভারতের সঙ্গে ভুল করতে চায় না বাংলাদেশ। কিন্তু মাঠে ভুলের খেসারত দিয়েই হেরেছে ২-০ গোলে।

আজ নেপালের বিপক্ষে ম্যাচের আগেও একই বার্তা শোনা গেল দলের সঙ্গে থাকা সহকারী কোচ মাহমুদা আক্তার অনন্যার মুখে। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের পাঠানো ভিডিও বার্তায় তিনি বলেন,‘দলের অবস্থা আলহামদুলিল্লাহ ভালো। আগের ম্যাচে ছোট-খাটো যে ভুল হয়েছে সেগুলো নিয়ে কাজ করেছি। আশা করছি কালকের (আজকের) ম্যাচটা ভালোভাবে শেষ করে মাঠ ছাড়তে পারব।’

বাংলাদেশের মেয়েরা প্রথম ম্যাচ জিতলেও ভারতের বিপক্ষে হেরে শিরোপার লড়াইয়ে পিছিয়ে গেছে। ইতিমধ্যে টানা দুই ম্যাচ জিতে ৬ পয়েন্ট নিয়ে শীর্ষে ভারত। ভুটানকে হারানো নেপালেরও তিন পয়েন্ট, তবে গোল ব্যবধানে এগিয়ে থেকে তালিকার দুইয়ে আছে বাংলাদেশ।

টুর্নামেন্টের বাইলজ অনুযায়ী সর্বোচ্চ পয়েন্টধারী দল শিরোপা জিতবে। সমান পয়েন্ট হলে হেড-টু-হেড লড়াই আর সেখানে সমতা হলে গোল ব্যবধান দেখা হবে। এই জায়গায় ভারত অনেকটাই এগিয়ে আছে। প্রতিপক্ষের জালে ৯ গোল দিয়ে একবারও বল জালে দেখতে দেয়নি তারা। অন্যদিকে বাংলাদেশ প্রথম ম্যাচে তিন গোল করলেও হজম করেছে তিন গোল।

এবার নেপাল ও ভুটানের বিপক্ষে জয়ের পাশাপাশি গোল ব্যবধানেও এগিয়ে থাকতে হবে বাংলাদেশকে। শেষ ম্যাচে ভারতের বিপক্ষে সমীকরণ মেলানোর আগে সেটিই হবে বড় চ্যালেঞ্জ। একদিন বিরতির পর ম্যাচ সামনে রেখে ভেন্যুতেই অনুশীলন করেছে অর্পিতা-প্রীতিরা। এবার মাঠে নিজেদের সেরা খেলাটা উজাড় করে দেওয়ার পালা।

ভারতের অপ্রতিরোধ্য ছন্দের ভেতরেও নেপাল ও ভুটানের বিপক্ষে বড় জয়ে ফিরতে পারলে শিরোপার সমীকরণ বদলাতে পারে বাংলাদেশের মেয়েরা। আজকের ম্যাচেই সেই লড়াই শুরুর সুযোগ।

Previous articleভুটান ও সিঙ্গাপুর ম্যাচের আয়-ব্যয় নিয়ে অসঙ্গতি; বাফুফের সভায় ক্ষোভ!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here