এশিয়ান কাপ বাছাইপর্বে ভারতের বিপক্ষে বাংলাদেশের ম্যাচ ঘিরে ফুটবলপ্রেমীদের আগ্রহ ছিল তুঙ্গে। আজ (রবিবার) দুপুর ২টায় অনলাইনে টিকিট বিক্রি শুরু হতেই মাত্র ছয় মিনিটের মধ্যেই সাধারণ গ্যালারির সব টিকিট বিক্রি শেষ হয়ে যায়।

আগামী ১৮ নভেম্বর জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে বাংলাদেশ-ভারত ম্যাচ। বাফুফের কম্পিটিশন কমিটির চেয়ারম্যান ও নির্বাহী সদস্য, সাবেক জাতীয় ফুটবলার গোলাম গাউস জানান,

“মাত্র ছয় মিনিটের মধ্যে সাধারণ গ্যালারি সকল টিকিট বুকিং হয়ে যায়। এখন গ্রাহকরা পেমেন্ট করছে। ইতোমধ্যে অর্ধেকের বেশি পেমেন্টও সম্পন্ন হয়েছে। সাধারণ গ্যালারির টিকিট অবিক্রিত নেই, এখন শুধু রেড বক্স ও হসপিটালিটি সিটগুলো বাকি রয়েছে।”

সিঙ্গাপুর ও হংকং ম্যাচে সাধারণ গ্যালারির টিকিটের দাম ছিল ৪০০ টাকা। তবে ভারত ম্যাচে বাড়তি উত্তেজনা ও চাহিদার কারণে বাফুফে দাম বাড়িয়ে ৫০০ টাকা করেছে। দাম বাড়লেও সমর্থকদের আগ্রহে কোনো ঘাটতি পড়েনি। বরং টিকিট ছাড়ার পর মুহূর্তেই তা সংগ্রহ করেছেন দর্শকরা।

এত দ্রুত টিকিট বিক্রি হলেও এ পর্যন্ত টিকিট না পাওয়া বা অনলাইন ভোগান্তি সংক্রান্ত তেমন কোনো অভিযোগ পাওয়া যায়নি।

বাংলাদেশ আগামী ১৩ নভেম্বর নেপালের বিপক্ষে একটি প্রীতি ম্যাচ খেলবে। সেই ম্যাচের টিকিট প্রায় এক সপ্তাহ আগে ছাড়লেও বিক্রির গতি ছিল ধীর। গাউস আশাবাদী,

“ভারত ম্যাচের সব টিকিট শেষ। হামজাও আজ আসছে। এখন নিশ্চয়ই নেপাল ম্যাচের টিকিটও দ্রুত বিক্রি হবে।”

এশিয়ান কাপ বাছাইয়ের টিকিট বিক্রিতে এবারও বাফুফের টিকিটিং পার্টনার ‘কুইকেট’। ১০ জুন বাংলাদেশ-সিঙ্গাপুর ম্যাচে টিকিফাই প্ল্যাটফর্মে টিকিট বিক্রিতে দর্শকরা ভোগান্তিতে পড়লেও, গত অক্টোবর উইন্ডোতে কুইকেটের মাধ্যমে টিকিট বিক্রি ২০ মিনিটেই শেষ হয়েছিল।

নভেম্বর উইন্ডোতেও সেই সফল অভিজ্ঞতা কাজে লাগাতে কুইকেটকেই দায়িত্ব দিয়েছে বাফুফে। দর্শকরা অনলাইনে ডিজিটাল পেমেন্টের মাধ্যমে টিকিট সংগ্রহ করছেন।

তবে এখনো পর্যন্ত সিঙ্গাপুর ম্যাচের আয়-ব্যয়ের হিসাব প্রকাশ করেনি বাফুফে, যা নিয়ে প্রশ্ন রয়ে গেছে দেশের ফুটবল মহলে।

Previous articleবিসিবি পরিচালক আসিফ আকবরের মন্তব্যে বাফুফের ক্ষোভ, ব্যাখ্যা চাইলেন তাবিথ আউয়াল
Next articleহামজা ঢাকায়, কাল যোগ দেবেন অনুশীলনে

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here