এএফসি অনূর্ধ্ব-১৭ নারী চ্যাম্পিয়নশিপ বাছাইয়ের প্রস্তুতি নিতে সংযুক্ত আরব আমিরাতের পথে রওনা দিয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৭ নারী ফুটবল দল। আজ (৫ অক্টোবর) সকালে দেশ ছাড়লেও ভিসা জটিলতায় দলের সঙ্গে যেতে পারেননি তিনজন কোচিং স্টাফ।
সহকারী কোচ জয়া চাকমা, গোলরক্ষক কোচ ইমন ও ম্যানেজার মিরোনার ভিসা এখনো হয়নি। রবিবার আরব আমিরাতে সরকারি ছুটি থাকায় আজই ভিসা পাওয়ার সম্ভাবনা নেই। আগামী এক-দু’দিনের মধ্যে ভিসা হলে তারা দলের সঙ্গে যোগ দেবেন।
১৩ থেকে ১৭ অক্টোবর জর্ডানে অনুষ্ঠিত হবে এএফসি অনূর্ধ্ব-১৭ নারী টুর্নামেন্টের বাছাইপর্ব। তার আগে প্রস্তুতির অংশ হিসেবে দুবাইয়ে ৭ ও ৯ অক্টোবর সিরিয়া ও সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ। বয়সভিত্তিক নারী দলের জন্য বিদেশে প্রস্তুতি ম্যাচ আয়োজন এই প্রথম নয়, তবে সাম্প্রতিক সময়ের মধ্যে এটি সবচেয়ে উল্লেখযোগ্য উদ্যোগ বলে মনে করছে বাফুফে। দুটি প্রীতি ম্যাচ শেষে ১০ অক্টোবর জর্ডানের উদ্দেশ্যে রওনা হবে দলটি।