হেড কোচ সাইফুল বারী টিটু অসুস্থ হয়ে হাসপাতালে। তাকে ছাড়াই এএফসি অনূর্ধ্ব-২৩ বাছাইপর্ব শুরু করেছে বাংলাদেশ। তবে সূচনা ছিল হতাশাজনক—স্বাগতিক ভিয়েতনামের কাছে ২-০ গোলের পরাজয় দিয়ে। দুই অর্ধে একটি করে গোল করে জয় তুলে নেয় ভিয়েতনাম।

ভিয়েত ত্রাই স্টেডিয়ামে স্বাগতিকরা শুরু থেকে শেষ পর্যন্ত দাপট দেখিয়েছে। দ্রুতগতির আক্রমণাত্মক ফুটবল খেলে বাংলাদেশকে চাপে রাখে তারা। একের পর এক গোলের সুযোগ তৈরি করলেও তিনবার বল পোস্টে লেগে ফেরত আসে। শেষ পর্যন্ত দুটি গোল করেই সন্তুষ্ট থাকতে হয় ভিয়েতনামকে।

বাংলাদেশের খেলায় আক্রমণভাগে ছিল ধারহীনতা। কিউবা মিচেল ও জায়ান হাকিমদের নিয়ে গড়া দলটি প্রতিপক্ষের ডিফেন্স ভাঙতে পারেনি। শেখ মোরসালিনের ফ্রি-কিক কিংবা আল আমিনের শট ভিয়েতনাম গোলরক্ষক সহজেই প্রতিহত করেন। দ্বিতীয়ার্ধে পুরোপুরি রক্ষণ সামলাতে ব্যস্ত ছিল বাংলাদেশ।

প্রথমার্ধে ১৫ মিনিটে এনগুয়েন এনগোচ মাইয়ের নিখুঁত ফিনিশিংয়ে লিড নেয় স্বাগতিকরা। ৮২ মিনিটে বদলি খেলোয়াড় লি ভিক্তরের হেডে ব্যবধান দ্বিগুণ হয়। শেষ মুহূর্তে আরও একবার বল পোস্টে লাগে ভিয়েতনামের।

বাংলাদেশ সুযোগ না পেলেও গোলরক্ষক মেহেদী হাসান শ্রাবণ ছিলেন ব্যস্ততম। কয়েকটি দারুণ সেভ করে বড় ব্যবধানের হার এড়িয়েছেন তিনি।

আগামী ৬ সেপ্টেম্বর ইয়েমেনের বিপক্ষে দ্বিতীয় ম্যাচ খেলবে বাংলাদেশ।

Previous articleসংবাদ সম্মেলন ছাড়াই নেপাল সফরে বাংলাদেশ দল

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here