এএফসি অনূর্ধ্ব-২৩ চ্যাম্পিয়নশিপ বাছাইয়ের ‘সি’ গ্রুপে আজ শক্তিশালী স্বাগতিক ভিয়েতনামের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায় শুরু হবে ম্যাচটি। দীর্ঘ প্রস্তুতি ও আত্মবিশ্বাস নিয়ে মাঠে নামতে যাচ্ছে তরুণ দলটি। তবে ম্যাচ শুরুর আগে কোচ সাইফুল বারী টিটুর অসুস্থতা কিছুটা শঙ্কা তৈরি করেছে, বিকল্প হিসেবে ডাগআউটে দায়িত্ব পালনের জন্য প্রস্তুত আছেন হাসান আল মামুন।
বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায় শুরু হবে ম্যাচ। ম্যাচের আগের দিন অসুস্থ হয়ে হাসপাতালে ছুটতে হয়েছে দলের প্রধান কোচ সাইফুল বারী পৌঁছেছিল, যে কারণে আজ ডাগআউটে দাঁড়ানো নিয়ে সংশয়ে আছেন এ কোচ। বিকল্প হিসেবে হাসান আল মামুন প্রস্তুত। এদিকে গতকাল ইতালি থেকে ভিয়েতনামে দলের সঙ্গে যোগ দিয়েছেন ফাহমিদুল ইসলাম। জাতীয় দলে খেলা এ উইঙ্গারকে প্রথম ম্যাচে আদৌ দেখা যাবে কি না-নিশ্চিত নয়। ভ্রমণের ধকল কাটাতে তাকে প্রথম ম্যাচে বিশ্রাম দেওয়া হতে পারে বলে ইঙ্গিত পাওয়া গেছে। ম্যাচের আগে বাংলাদেশ কোচ হাসান আল মামুন বলছিলেন, ‘যদি পুরো প্রস্তুতির কথা বলি, তাহলে আমরা এক মাস দলটা প্রস্তুত করেছি। ঢাকায় ক্যাম্প করেছি, বাহরাইনে অনুশীলন করেছি। এখানে এসেও দুই দিন অনুশীলন করেছি। সব মিলিয়ে আমরা প্রস্তুত।’
সাবেক এ ফুটবলার নিজ দল সম্পর্কে বলছিলেন, ‘অনেক খেলোয়াড় আছে, যারা ভবিষ্যতে বাংলাদেশকে নেতৃত্ব দেবে।সবমিলিয়ে ইন্টারেস্টিং একটা স্কোয়াড। এ আসরে আমাদের অনেক বড় প্রত্যাশা আছে। এ দলের সদস্যদের আত্মবিশ্বাসের লেভেলটা দারুণ। জাতীয় দলের কিছু খেলোয়াড় থাকলে অন্যরা অনুপ্রাণিত হয়। যারা নতুন এসেছে, তারা নিজেদের প্রমাণ করতে চায়।’
বাংলাদেশ কখনোই অনূর্ধ্ব-২৩ চ্যাম্পিয়নশিপে নাম লেখাতে পারেনি। এবার অবশ্য বাইছাইয়ের গণ্ডি পেরিয়ে চূড়ান্ত পর্বের বিষয়ে আশাবাদী দলের কোচ এবং সংশ্লিষ্টরা। এ প্রসঙ্গে হাসান আল মামুন বলেছেন, ‘অনূর্ধ্ব-২৩ পর্যায়ে আমাদের বরাবরই ফল ভালো নয়। কিন্তু এ দলটা ঘিরে প্রত্যাশা বেশি। সব মিলিয়ে আমরা প্রস্তুত। সাইফুল বারী টিটু ভাই গত রাত থেকে অসুস্থ। তিনি আদৌ ম্যাচে থাকবেন কি না, জানি না। আমি বিকল্প হিসেবে প্রস্তুত আছি।’
কোচের মতো বাংলাদেশ দলের উইঙ্গার শেখ মোরসালিনও আশাবাদী, ‘এখানে খুব ভালো দুটি ট্রেনিং সেশন করেছি। আমরা এক মাস ধরে একসঙ্গে আছি। বাহরাইনে প্রস্তুতি নিয়েছি। সেখানে দুটি ম্যাচও খেলেছি। আমরা সকলে মানসিকভাবে এ ম্যাচের জন্য প্রস্তুত। আমরা কঠোর পরিশ্রম করেছি এ ম্যাচের জন্য, নিজেদের সেরাটা দিয়ে চেষ্টা করব। আপনার যারা আছেন দেশবাসী, আমাদের জন্য দোয়া করবেন। আপনারা আমাদের উজ্জীবিত করেন, আমরাও ভালো খেলার জন্য প্রস্তুত।’