এই বছর একের পর এক দুর্দান্ত পারফরম্যান্স উপহার দিয়ে যাচ্ছে বাংলাদেশের নারী দলগুলো। জাতীয় দলের পর অ-২০ দলও জায়গা করে নিয়েছে এশিয়ান কাপে। অগ্রজদের দেখানো পথেই যেন হাঁটছে অনুজরা। সাফ অ-১৭ নারী চ্যাম্পিয়নশিপে স্বাগতিক ভুটানকে ৩-১ গোলে হারিয়ে শুভসূচনা করেছে বাংলাদেশ।

আজ ভুটানের রাজধানী থিম্পুতে দিনের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হয় বাংলাদেশ ও ভুটান। ম্যাচের শুরু থেকে বাংলাদেশের আধিপত্য থাকলেও গোলের দেখা মিলছিল না। তবে গোল করেই বিরতিতে যায় মাহবুবুর রহমান লিটুর শিষ্যরা। প্রথমার্ধের ইনজুরি সময়ে আরিফা আক্তারের লং বলে আলতো হেডে জালের ঠিকানা খুঁজে নেন সুরভী আকন্দ প্রীতি। ফলে ১-০ গোলের লিড নিয়ে বিরতিতে যায় বাংলাদেশের মেয়েরা।

দ্বিতীয়ার্ধে ৫৪তম মিনিটে একক দক্ষতায় বক্সের সামনে থেকে দুর্দান্ত এক শটে গোল করেন আলফি আক্তার। ২-০ গোলে এগিয়ে যায় বাংলাদেশ। তবে ৬০তম মিনিটে বাংলাদেশের গোলকিপারের হাত ফসকে বেরিয়ে যাওয়া বল আলতো টোকায় জালে জড়িয়ে ব্যবধান ২-১ করেন ভুটানের রিনজিন ছোদেন। অবশ্য মিনিট চারেক পর কর্নার থেকে তৈরি হওয়া জটলায় বল পেয়ে জালে জড়িয়ে নিজের জোড়া গোলের সঙ্গে ব্যবধান ৩-১ করেন আলফি।

এরপর আরো বেশ কয়েকটি সুযোগ তৈরি করেও ব্যবধান বাড়াতে পারেনি বাংলাদেশ। বাংলাদেশের শক্ত রক্ষনের সামনে স্বাগতিকরাও পারেনি ব্যবধান কমাতে। ফলে পূর্ণ ৩ পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ। নিজেদের দ্বিতীয় ম্যাচে ২২ আগষ্ট বাংলাদেশের প্রতিপক্ষ ভারত। নিজেদের প্রথম ম্যাচে যারা আজ নেপালকে হারিয়েছে ৭-০ গোলে!

Previous articleক্যাবরেরা সমালোচনায় স্থির, নজর নেপাল মিশনে
Next articleএকাদশে জায়গা না পেয়ে আক্ষেপ জামালের, নেপালের বিপক্ষে জয়ের আশাবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here