থাইল্যান্ডের ব্যাংককে চলমান সাফ নারী ও পুরুষ ফুটসাল টুর্নামেন্টে ইতিহাস গড়েছে বাংলাদেশ পুরুষ ফুটসাল দল। নিজেদের তৃতীয় ম্যাচে ভুটানকে ৪-১ গোলে হারিয়ে আন্তর্জাতিক ফুটসালে প্রথম জয় তুলে নিয়েছে লাল-সবুজের প্রতিনিধিরা। দলের ভেতরের অস্থিরতা ও চাপ উপেক্ষা করে দুর্দান্ত পারফরম্যান্সে জয় নিশ্চিত করে বাংলাদেশ।

ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক খেলেছে বাংলাদেশ। প্রথমার্ধে মঈনের জোড়া গোলে ২-০ ব্যবধানে এগিয়ে যায় দল। বিরতির পর ভুটান ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে একটি গোল শোধ দেয়। এক পর্যায়ে তাদের একটি আক্রমণ পোস্টে লেগে ফিরে আসে, যা ম্যাচে ভিন্ন মোড় আনতে পারত।

তবে সমতা ফেরাতে পারেনি ভুটান। বাংলাদেশের পক্ষে ফয়সাল গোল করলে ব্যবধান দাঁড়ায় ৩-১। শেষদিকে ইব্রাহিমের গোলে নিশ্চিত হয় বাংলাদেশের ৪-১ ব্যবধানের জয়।

ম্যাচের আগে বাংলাদেশের ড্রেসিংরুমের পরিস্থিতি  স্বাভাবিক ছিলোনা। সহ-অধিনায়ক ইনতিশার মোস্তফাকে দল থেকে বাদ দেওয়ায় মানসিক চাপ তৈরি হয়। টুর্নামেন্টের মাঝপথে একজন খেলোয়াড়কে বাদ দেওয়া পুরো দলের ওপরই প্রভাব ফেলে। তবে সেই প্রতিকূলতা কাটিয়ে মাঠে লড়াই করে জয় ছিনিয়ে নেন খেলোয়াড়রা।


গত বছর এশিয়ান ফুটসাল টুর্নামেন্টের মাধ্যমে আন্তর্জাতিক ফুটসালে অভিষেক হয়েছিল বাংলাদেশের পুরুষ দলের। মালয়েশিয়ায় অনুষ্ঠিত সেই টুর্নামেন্টে কোনো ম্যাচ জিততে পারেনি বাংলাদেশ। চলমান সাফ ফুটসালের প্রথম দুই ম্যাচেও জয় ধরা দেয়নি—ভারতের বিপক্ষে ড্র এবং মালদ্বীপের কাছে হার। তৃতীয় ম্যাচে এসে ভুটানকে হারিয়ে অবশেষে আন্তর্জাতিক ফুটসালে প্রথম জয় পেল বাংলাদেশ।

এবারের সাফ ফুটসাল টুর্নামেন্টে নারী ও পুরুষ দুই বিভাগেই ছয়টি দেশ অংশ নিচ্ছে। বাংলাদেশ নারী দল দুই ম্যাচে একটি জয় ও একটি ড্র করেছে। পুরুষ দল তিন ম্যাচে পেয়েছে একটি জয়, একটি ড্র ও একটি হার। পাঁচ ম্যাচ শেষে পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা দলই চ্যাম্পিয়ন হবে।

আগামীকাল সাবিনা খাতুনের নেতৃত্বাধীন বাংলাদেশ নারী দল নেপালের বিপক্ষে মাঠে নামবে।

Previous articleজোনাল ফাইনালে ঢাকাকে হারিয়ে চ্যাম্পিয়ন রাজবাড়ী

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here