কিছু দিন আগেই লাওসে এএফসি অনূর্ধ্ব-২০ নারী বাছাইয়ে সেরা রানার্সআপ হয়ে মূল পর্বে জায়গা করে নিয়েছিল বাংলাদেশ। সেই লাওসেই আবারও যাচ্ছেন আফঈদা খন্দকাররা। তবে এবার দেশের হয়ে নয়, ভুটানের রয়েল থিম্পু কলেজের জার্সি গায়ে মাঠে নামবেন তাঁরা।

২৭ আগস্ট এএফসি নারী চ্যাম্পিয়ন্স লিগের প্লে-অফ ম্যাচ খেলবে ভুটানের দলটি। তাদের হয়ে খেলতে যাচ্ছেন বাংলাদেশের পাঁচ ফুটবলার—তহুরা খাতুন, শামসুন্নাহার জুনিয়র, শাহেদা আক্তার রিপা, আফঈদা খন্দকার ও স্বপ্না রানী।

দুইবার সাফ চ্যাম্পিয়ন হলেও বাংলাদেশ এখনো এএফসি মহিলা চ্যাম্পিয়ন্স লিগে খেলতে পারেনি দুর্বল লিগ কাঠামোর কারণে। অথচ প্রতিবছর ভুটানের ক্লাবগুলো এই টুর্নামেন্টে অংশ নেয়। গত আসরে বাংলাদেশের ঋতুপর্ণা চাকমা রয়েল থিম্পু কলেজের হয়ে খেলেছিলেন। সাবিনা খাতুনও ছিলেন দলে, তবে নিবন্ধন জটিলতায় মাঠে নামা হয়নি তাঁর।

লাওসে রওনা হওয়ার আগে বাংলাদেশ অধিনায়ক আফঈদা ফেসবুকে লিখেছেন,‘এএফসি ক্লাব চ্যাম্পিয়নশিপ খেলতে ভুটান থেকে লাওসের উদ্দেশে রওনা দিলাম। রয়েল থিম্পু কলেজের হয়ে আমরা অংশগ্রহণ করবো টুর্নামেন্টে। নিজেদের সেরাটা দিয়ে যেন খেলতে পারি, সবাই আমাদের জন্য দোয়া করবেন।’

আরেক ফরোয়ার্ড শাহেদা আক্তার রিপাও জানিয়েছেন,‘আজ বিকাল ৪টা ১০ মিনিটে ভুটান থেকে লাওসের উদ্দেশে রওনা দিবো। লাওসে অনুষ্ঠিত এএফসি উইমেন্স ক্লাব চ্যাম্পিয়নশিপে আমরা খেলবো। আমরা রয়েল থিম্পু কলেজের হয়ে বাংলাদেশ থেকে তহুরা আপু, শামসুন্নাহার জুনিয়র, আমি, আফঈদা ও স্বপ্না খেলবো। আমাদের জন্য দোয়া করবেন।’

Previous articleএকাদশে জায়গা না পেয়ে আক্ষেপ জামালের, নেপালের বিপক্ষে জয়ের আশাবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here