হামজা-সমিত-ফাহমিদুলদের ঘরের মাঠে প্রথমবার খেলতে নামা উপলক্ষ্যে গত জুনে ভুটান ও সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচে দর্শকদের ঢল নেমেছিল জাতীয় স্টেডিয়ামে। দুই ম্যাচ থেকে ভালো অঙ্কের আয় হওয়ার কথা ছিল। কিন্তু দুই মাস পেরিয়ে গেলেও আয়-ব্যয়ের পূর্ণাঙ্গ হিসাব প্রকাশ করতে পারেনি বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। যা কিছুটা উত্তাপ ছড়ায় বাফুফের নির্বাহী সভায়।

শনিবার বাফুফের নির্বাহী কমিটির সভায় এই বিষয়টি সবচেয়ে আলোচিত হয়ে ওঠে। আলাদা দুই ম্যাচ হলেও সভায় একত্রে আয়-ব্যয়ের হিসাব উপস্থাপন করা হয়। এতে নির্বাহী কমিটির বেশ কয়েকজন সদস্য ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান। তাদের অভিযোগ, দুই মাস কেটে গেলেও এখনো ফিন্যান্স বিভাগ পূর্ণাঙ্গ হিসাব দিতে পারেনি। এক সহ-সভাপতি ক্ষোভে ফিন্যান্স বিভাগের স্টাফ রদবদলের দাবিও তোলেন বলে সভা সূত্রে জানা গেছে।

ভুটান-সিঙ্গাপুর ম্যাচে টিকিটের প্রচুর চাহিদা ছিল। গ্যালারিভেদে টিকিটের দামও ছিল ভিন্ন। বিশেষ করে ভিআইপি, হসপিটালিটি বক্স ও ভিভিআইপির টিকিট থেকে কি পরিমান অর্থ আয় হয়েছে—এ প্রশ্নে ফিন্যান্স বিভাগ স্পষ্ট তথ্য দিতে পারেনি। এমনকি নির্বাহী কমিটির কয়েকজন সদস্য নিজেরা টিকিট কিনলেও সেই রেকর্ড তালিকায় পাওয়া যায়নি।

টিকিট বিক্রি তদারকি করছিলেন কম্পিটিশন কমিটির চেয়ারম্যান গোলাম গাউস। কিন্তু একাধিকবার জিজ্ঞেস করেও কম্পিটিশন কমিটি সুনির্দিষ্ট অঙ্ক জানাতে পারেনি। পরে দায়িত্ব ঠেলে দেওয়া হয় ফিন্যান্স কমিটির দিকে।

সভা শেষে মিডিয়া কমিটির চেয়ারম্যান আমিরুল ইসলাম বাবু বলেন, “আগামী এক সপ্তাহের মধ্যে আবার ভুটান-সিঙ্গাপুর ম্যাচের হিসাব প্রস্তুত করতে বলা হয়েছে। কেউ যদি টাকা পায় সেটা পরিশোধ করব, আবার আমরা যদি পাই সেটাও ফান্ডে আনব।”

সভায় আরও কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

গঠনতন্ত্র সংশোধন: তিন সদস্যের কমিটির দেওয়া খসড়ার আলোকে নির্বাহী সদস্যদের এক মাসের মধ্যে মতামত দিতে বলা হয়েছে। সহ–সভাপতি ওয়াহিদ উদ্দিন চৌধুরি হ্যাপী জাতীয় ক্রীড়া পরিষদ ও মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করবেন। সহ–সভাপতি সাব্বির আহমেদ আরেফ ক্লাব ও ডিএফএ’র সঙ্গে মতবিনিময় করবেন।

রেফারিজ কমিটি: সহ–সভাপতি ওয়াহিদ উদ্দিন চৌধুরি হ্যাপীকে রেফারিজ কমিটির চেয়ারম্যান করা হয়েছে। কয়েক দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হবে।

সরকারি অর্থ ব্যবস্থাপনা: নতুন কমিটি জাতীয় চ্যাম্পিয়নশিপের অর্থ স্বচ্ছভাবে ব্যবহারের জন্য আলাদা ব্যাংক হিসাব খোলার সিদ্ধান্ত হয়েছে।

নারী ফুটবল: নারী ফুটবল দলের প্রতিশ্রুত দেড় কোটি টাকা এখনো পরিশোধ করা হয়নি। তবে এ বিষয়ে প্রশ্ন করলে আমিরুল ইসলাম বাবু বলেন, “আমাদের যে কমিটমেন্ট রয়েছে সেটা অবশ্যই পূরণ করব। তারা এখন ভুটানে খেলছে। তারা বিদেশে অনুশীলন করবে ও অন্তত দু’টি ম্যাচ খেলবে সেটা নিশ্চিত। কয়েক দিনের মধ্যে আনুষ্ঠানিকভাবে জানানো হবে।”

ফুটসাল ও বয়সভিত্তিক দল: সেপ্টেম্বরে ফুটসাল দল যাবে মালয়েশিয়ায় এশিয়ান কাপ বাছাইয়ে। অনূর্ধ্ব-১৭ দলের শ্রীলঙ্কা ও চীন সফরের ব্যয়ভার বহন করবে রেডিয়্যান্ট ফার্মাসিটিক্যাল।

প্রকিউরমেন্ট নীতি: ফিফার গাইডলাইন অনুযায়ী হালনাগাদ প্রকিউরমেন্ট নীতি পাশ হয়েছে।

এদিকে জাতীয় দলের ক্যাম্পে বসুন্ধরা কিংস খেলোয়াড় ছাড়েনি। এ নিয়ে বাফুফে–কিংস সম্পর্ক টানাপোড়েনের মধ্যেই রয়েছে। তবে আজকের সভায় বিষয়টি আলোচনায় ওঠেনি। কিংস সভাপতি ও বাফুফের সিনিয়র সহ–সভাপতি ইমরুল হাসান অনলাইনে সভায় যুক্ত ছিলেন প্রায় পুরো সময়। ২১ সদস্যের নির্বাহী কমিটির মধ্যে সভায় উপস্থিত ছিলেন ১৭ জন, অনলাইনে যুক্ত ছিলেন ৩ জন। অনুপস্থিত ছিলেন কেবল টিপু সুলতান।

Previous articleকিংসের জার্সিতে প্রথম গোল কিউবার
Next articleভারতের হারের ক্ষত ভুলে নেপালের বিপক্ষে ফেরার লড়াইয়ে বাংলাদেশ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here