বাংলাদেশ নারী ফুটবল দলের সামনে আসন্ন দুটি আন্তর্জাতিক ম্যাচ—জর্দান ও ইন্দোনেশিয়ার বিপক্ষে। এই ম্যাচগুলোর প্রস্তুতির অংশ হিসেবে আজ জাতীয় দলের ক্যাম্পে যোগ দেয়ার কথা রয়েছে ভুটান লিগে খেলা পাঁচ ফুটবলার মনিকা চাকমা, মারিয়া মান্দা, ঋতুপর্ণা চাকমা, রুপনা চাকমা ও শামসুন্নাহার সিনিয়রের। আজ শনিবারই অনুশীলনে যোগ দিবে এই পাঁচ ফুটবলারের।
গত ফেব্রুয়ারিতে জাতীয় দলের কোচ পিটার বাটলারের বিরুদ্ধে অবস্থান নেওয়া ১৮ ফুটবলারের মধ্যে ছিলেন এই পাঁচজনও। এই ঘটনায় কোচের সিদ্ধান্তে বর্তমানে ভুটান লিগে খেলা আরও পাঁচ ফুটবলার—সাবিনা খাতুন, সানজিদা আক্তার, কৃষ্ণা রানী সরকার, মাতসুশিমা সুমাইয়া এবং মাসুরা পারভিন—এই দুই আন্তর্জাতিক ম্যাচের দলে জায়গা পাননি।
বাংলাদেশ নারী দল আগামী ৩১ মে জর্দান এবং ৩ জুন ইন্দোনেশিয়ার বিপক্ষে দুটি আন্তর্জাতিক ম্যাচ খেলবে। এর আগে, ২৭ মে জর্দানের উদ্দেশে রওনা দেবে বাংলাদেশ দল। দলের চূড়ান্ত ২৩ সদস্যের স্কোয়াড ঘোষণা করা হতে পারে ২৬ মে।
এই দুটি ম্যাচ শেষে আবারও ভুটান লিগ খেলতে ফিরে যাবেন মনিকা, মারিয়া, ঋতুপর্ণা, রুপনা ও শামসুন্নাহার সিনিয়র। তবে তাদের আবার জাতীয় দলে ফিরতে হবে। জুনের শেষ সপ্তাহে এশিয়ান কাপ বাছাই পর্বে অংশ নিতে মায়ানমার যাবে বাংলাদেশ। ভুটানের চলমান নারী লিগে বাংলাদেশের ১০ খেলোয়াড়ই একটি করে ম্যাচ খেলেছে।