মহামারী কোভিড-১৯ এর ভ্যাক্সিন গ্রহণ করলেন বাংলাদেশ মহিলা জাতীয় ফুটবল দল ও বয়স ভিত্তিক মহিলা ফুটবল দলের খেলোয়াড়েরা। আজ ১ লা ফেব্রুয়ারী সর্বমোট ৫৮ জন মহিলা ফুটবলার ভ্যাক্সিন গ্রহণ করেন। তাদের ৪৭ জন কুর্মিটোলা ৫০০ বেড জেনারেল হাসপাতালে এবং অন্য ১১ জন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে কোভিড-১৯ ভ্যাক্সিনের ১ম ডোজ গ্রহণ করেন।

অগ্রাধিকারের ভিত্তিতে বাংলাদেশ মহিলা জাতীয় ফুটবল দল ও বয়স ভিত্তিক মহিলা ফুটবল দলের খেলোয়াড়গণকে কোভিড-১৯ ভ্যাক্সিন সরবরাহ ও ভ্যাক্সিন প্রদানের জন্যে স্বাস্থ্য ও পরিবার মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের সচিব ও স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক, স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তাগণসহ কুর্মিটোলা ৫০০ বেড হাসপাতাল ও বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তাগণকে বাফুফের পক্ষ থেকে কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। আগামী ১লা মার্চ খেলোয়াড়গণ তাদের ২য় ডোজ গ্রহণ করবে।

Previous articleলিগের ভেন্যু নিয়ে কাটছে না ধোঁয়াশা; ভ্যাকসিনের আওতায় আসছেন ফুটবলাররা
Next articleভেন্যু তালিকা থেকে বাদ বসুন্ধরা কিংস অ্যারেনা; লিগ হবে টঙ্গী ও মুন্সিগঞ্জে!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here