ত্রিদেশীয় নারী ফুটবল সিরিজের উদ্বোধনী ম্যাচে শুরু থেকেই মালয়েশিয়াকে চাপে রাখলেও শেষ পর্যন্ত প্রথমার্ধে পিছিয়ে মাঠ ছাড়তে হয়েছে বাংলাদেশকে। বুধবার ঢাকার জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচটির একমাত্র গোলটি এসেছে পাল্টা আক্রমণ থেকে, ১-০ ব্যবধানে এগিয়ে বিরতিতে গেছে সফরকারীরা।
২০১৩ সালের পর এই প্রথম জাতীয় স্টেডিয়ামে প্রতিযোগিতামূলক ম্যাচ খেলছে বাংলাদেশের মেয়েরা। ম্যাচের শুরুতে শামসুন্নাহার জুনিয়র, ঋতুপর্ণা চাকমাসহ লাল-সবুজ শিবির আক্রমণ তুলে আনলেও সুযোগ কাজে লাগাতে পারেনি কেউ। সপ্তম মিনিটে অভিষিক্ত সুলতানার দুর্দান্ত থ্রু-পাস থেকে শামসুন্নাহার জুনিয়রের তৈরি করা সুযোগে মনিকা চাকমা হেড নিতে গিয়েও বলের নাগাল পাননি।
এর মাঝেই সামান্য ইনজুরিতে অস্বস্তি নিয়ে খেলতে থাকেন মনিকা। মাঠে আধিপত্য বজায় রাখলেও ২৯তম মিনিটে এক ভুল বোঝাবুঝি থেকে গোল হজম করে বাংলাদেশ। লং পাস ধরে এগোতে থাকা নুর আইনসাহ বিনতে মুরাদের সামনে রূপনা চাকমা পোস্ট ছেড়ে এগিয়ে আসলে, তাঁর এবং ডিফেন্ডার কোহাতি কিসকুর মধ্যে সমন্বয়হীনতা দেখা দেয়। সেই ফাঁক গলে বাম পায়ের কোনাকুনি শটে মালয়েশিয়াকে এগিয়ে নেন নুর।
বাংলাদেশের সামনে এখন সমতা ফেরানোর চ্যালেঞ্জ নিয়ে বাকি সময়ের লড়াই চালিয়ে যাওয়া।




