ফিফা টায়ার-১ এর ম্যাচে কাঠমান্ডুর দশরথ রঙ্গশালা স্টেডিয়ামে স্বাগতিক নেপালের কাছে ২-১ গোলে হেরেছে বাংলাদেশের মেয়েরা। প্রথমার্ধের ২৩ মিনিটের মধ্যেই ২-০ গোল পিছিয়ে পড়ে বাঘীনিরা। বাংলাদেশের হয়ে ৮৩ মিনিটে একমাত্র গোলটি করেছেন বদলি হিসেবে নাম তহুরা খাতুন।

দীর্ঘদিন না খেলায় আন্তর্জাতিক ফুটবলের স্বাদ ভুলে যাওয়াটা স্বাভাবিক। সাবিনা, কৃষ্ণা রাণীদের খেলায় জড়তাও ছিলো চোখে পড়ার মতো। প্রথমার্ধে প্রচুর মিস পাস করেছেন তাঁরা। তবে দ্বিতীয়ার্ধে তুলনামূলক ভালো খেলেছে দল।

দলের এমন পারফর্ম্যান্সে হতাশ নন নারী দলের কোচ গোলাম রাব্বানী ছোটন। তিনি বলেন, “মেয়েরা অনেকদিন খেলার বাইরে ছিল। যার কারণে প্রথমার্ধে নিজেদের মধ্যে বোঝাপড়ার কিছুটা অভাব দেখা গিয়েছে। তবে মেয়েরা সেটা আস্তে আস্তে গুছিয়ে নিতে পেরেছে।”

মেয়েদের ফিটনেস সম্পর্কে ছোটন বলেন, “দ্বিতীয়ার্ধে মেয়েদের লড়াকু খেলা দেখেই বোঝা গেছে তাদের ফিটনেসে কোনো ঘাটতি নেই। আস্তে আস্তে আরো ম্যাচ খেললে নিজেদের মধ্যে বোঝাপড়া আরো ভালো হবে বলে আমি আশা করি।”

উল্লেখ্য নেপাল থেকেই নারী এশিয়ান কাপ বাছাইপর্বের ম্যাচ খেলতে সরাসরি উজবেকিস্তান যাবে নারী ফুটবল দল।

Previous articleনারী চ্যাম্পিয়নশীপের মুকুট মাগুরার
Next articleহার দিয়েই সাফের প্রস্তুতি শেষ করলো বাংলাদেশ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here