বাংলাদেশ ফুটবল লিগে আজ ছিল ব্যস্ত সূচি। চারটি ম্যাচের মধ্যে কিংস অ্যারেনায় বসুন্ধরা কিংস ও ঢাকা আবাহনীর লড়াই চলমান। বাকি তিন ভেন্যুতে দিনের খেলা শেষে দুটি ম্যাচ ড্র হয়েছে, আর একটিতে জয় তুলে নিয়েছে ফকিরেরপুল।
কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে রহমতগঞ্জের সঙ্গে ১-১ গোলে ড্র করেছে মোহামেডান। ম্যাচের ২৪ মিনিটে সলোমন কিংয়ের বাড়ানো বল থেকে নেপালি ডিফেন্ডার লিম্বু গোল করে এগিয়ে দেন মোহামেডানকে। বিরতির পর ৬২ মিনিটে উজবেক মিডফিল্ডার মোজাফফরভের পাসে ঘানাইয়ান ফরোয়ার্ড স্যামুয়েল বোয়াটেং সমতা ফেরান। আট ম্যাচ শেষে মোহামেডানের সংগ্রহ ৯ পয়েন্ট, অবস্থান ষষ্ঠ। সমান ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে রহমতগঞ্জ।
মুন্সিগঞ্জের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লে. মতিউর রহমান স্টেডিয়ামে ব্রাদার্স ইউনিয়ন ও ফর্টিস এফসির ম্যাচও শেষ হয়েছে ১-১ গোলে। ম্যাচে প্রথমে লিড নেয় ব্রাদার্স। পরে ফর্টিসের পা ওমার পেনাল্টি থেকে গোল করে দলকে সমতায় ফেরান। এই ড্রয়ে ফর্টিস ১৫ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে, আর ব্রাদার্স ৮ পয়েন্ট নিয়ে আছে সপ্তমে।
দিনের একমাত্র জয় এসেছে গাজীপুরের শহীদ বরকত স্টেডিয়াম থেকে। সেখানে পিডব্লিউডিকে ২-১ গোলে হারিয়েছে ফকিরেরপুল। প্রথমার্ধেই বেন ইব্রাহিম ও আরিয়ান হোসেনের গোলে ২-০ ব্যবধানে এগিয়ে যায় দলটি। ৫০ মিনিটে শিহাব মিয়া লাল কার্ড দেখে মাঠ ছাড়লে দশ জনে পরিণত হয় ফকিরেরপুল। শেষ দিকে মিনহাজুল স্বাধীন পেনাল্টি থেকে ব্যবধান কমালেও শেষ পর্যন্ত জয় ধরে রাখে ফকিরেরপুল। এই জয়ে ৮ পয়েন্ট নিয়ে তারা অষ্টম স্থানে উঠে রেলিগেশন অঞ্চল এড়াল। পিডব্লিউডি ৭ পয়েন্ট নিয়ে নেমে গেছে নবম স্থানে, আর টেবিলের তলানিতে আছে আরামবাগ।




