ভুটান মিশনের মতো করে ভেন্যুর পরিবেশ নিয়ে অসন্তুষ্ট বাংলাদেশ জাতীয় ফুটবল দলের কোচ হ্যাভিয়ার ক্যাবররার। ভুটান মিশনে অতি উচ্চতা বাংলাদেশের জন্য বাধা হয়ে দাঁড়িয়েছিল ; দলের খেলোয়াড় অনেক সমস্যার মধ্যে যেতে হয়েছিলো। ভেন্যু নিয়ে কোচ ও খেলোয়াড়দের মধ্যে সন্তুষ্টির কমতি লক্ষ্য করা গিয়েছে। এবারেও এশিয়ান কাপের বাছাইপর্বে ভারতের সাথে ম্যাচের আগে ঠিক একই রকম অসন্তুষ্ট দেখা গিয়েছে ক্যাবররার মধ্যে।
আগামী ২৫ শে মার্চ এশিয়ান কাপের বাছাইপর্বে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ জাতীয় দল। সেই লক্ষ্যে বর্তমানে ভারতের মেঘালয়ের রাজধানী শিলংয়ে অবস্থান করছে বাংলাদেশ জাতীয় দল। দুইদিন আগে ভারতে পৌঁছালেও স্থানীয় আবহাওয়ার সাথে মানিয়ে কষ্ট পোহাতে হচ্ছে সফরকারীদের।
ভারতের বিপক্ষে ম্যাচের আগে আজ শিলংয়ে নিজেদের প্রথম অনুশীলন করেছে হ্যাভিয়ার ক্যাবররার দল। আজকের অনুশীলন ছিলো মূলত পরিবেশের সাথে নিজেদেরকে খাপ খাওয়ানো। মাঠ ও পরিবেশ প্রসঙ্গে কোচ হ্যাভিয়ার ক্যাবররা বলেন, “অবশ্যই এটা আপ টু দ্য মার্ক নয়। এরপরও আমরা মানিয়ে নিতে হয়েছি। আজকের সেশনটা অনেকটাই পরিবেশের সঙ্গে মনিয়ে নেয়ার।”
মাঠ নির্ণয়ের বিষয়টি সম্পূর্ণরূপে ফেডারেশন ও দলের ম্যানেজারকে দিয়েছেন কোচ হ্যাভিয়ার ক্যাবররা। তার এসব নির্ধারণ করা দলের ম্যানেজারের কাজ, “আমাদের ম্যানেজার এটা নিয়ে কাজ করছে। ফেডারেশন ও ম্যানেজারের দায়িত্ব এটি। তারা এটি দেখছে।”