আগামী ১০ জুন ঢাকার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে এএফসি এশিয়ান কাপ বাছাইয়ের গুরুত্বপূর্ণ ম্যাচে সিঙ্গাপুরের মুখোমুখি হবে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। এই ম্যাচকে সামনে রেখে ইতোমধ্যেই শুরু হয়েছে দল গঠন নিয়ে আলোচনা। সমর্থকদের মধ্যে বাড়ছে কৌতূহল—কেমন হবে এই ম্যাচের জন্য চূড়ান্ত স্কোয়াড?

বিশেষ করে হামজা চৌধুরীর পর শমিত শোমও বাংলাদেশের হয়ে খেলার অনুমতি পাওয়ায় বাড়তি আশাবাদ ছড়িয়েছে ফুটবলপ্রেমীদের মাঝে। এই দুই ফুটবলারকে নিয়েই দল গঠন নিশ্চিত। অনুমতি পেলে যুক্ত হতে পারে কিউবা মিচেলও। দলে ফিরতে পারেন ইতালি প্রবাসি ফাহামিদুল ইসলাম।

আজ সকালে রাজধানীর জলসিড়িতে অনুষ্ঠিত বাফুফের নির্বাহী কমিটির সভা শেষে বাফুফে সভাপতি তাবিথ আউয়াল নিশ্চিত করেন ম্যাচ ও প্রস্তুতির নানা দিক। তিনি বলেন,

‘১০ জুন খেলা হবে এটা নিশ্চিত। এর আগে জাতীয় স্টেডিয়াম প্রস্তুত হয়ে যাবে। ম্যাচের সাত দিন আগে জাতীয় দলের স্কোয়াড ঘোষণা করা হবে। আমরা আশাবাদী, হামজা ও শমিত শোম ওই সময়ের ভেতর আসবে।’

সিঙ্গাপুরের বিপক্ষে মাঠে নামার আগে একটি প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ দল। গুঞ্জন আছে এটি হতে পারে ভুটানের বিপক্ষে, আগামী ৪ জুন। তবে এ বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি বাফুফে।

প্রস্তুতি ম্যাচের বিষয়েও বক্তব্য দেন তাবিথ আউয়াল। তিনি বলেন,

‘সম্ভবত ৪ বা ৫ জুন একটি প্রস্তুতি ম্যাচ হবে। প্রতিপক্ষ চূড়ান্ত হয়েছে। কাদের বিপক্ষে খেলা হবে সেটা এখন বলতে পারছি না। কারণ আমাদের প্রতিপক্ষ দল এখনো প্রস্তুত হতে পারেনি ঘোষণার জন্য। তার আগে আমরা ফিফাকে জানিয়েছি, এই ম্যাচটি যেন প্রীতিম্যাচ হিসেবে গ্রহণ করা হয়। ফিফার নিশ্চয়তা পেলে আমরা দুই দলই ঘোষণা করব।’

এই দুই ম্যাচ সামনে রেখে আগামী ৩১ মে থেকে জাতীয় দলের প্রস্তুতি ক্যাম্প শুরু হবে।

Previous articleবিসিএলে সিটি ক্লাব,লিটল ফ্রেন্ডস ও পিডাব্লিইডি’র জয়
Next articleদুই গোলে এগিয়ে থেকেও ড্র করে মাঠ ছাড়লো বাংলাদেশের যুবারা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here