ভারতের অরুনাচলে ৯ থেকে ১৮ মে পর্যন্ত অনুষ্ঠিত হবে এবারের সাফ অ-১৯ চ্যাম্পিয়নশিপ। ‘বি’ গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ মালদ্বীপ ও ভুটান। আগামীকাল ভারতের উদ্দেশ্য রওনা করবে বাংলাদেশ দল। আজ সাফ অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপের জন্য ২৩ সদস্যের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করেছে বাফুফে। উল্লেখযোগ্যভাবে এবার দল থেকে বাদ পড়েছেন ইংল্যান্ড প্রবাসী প্রতিভাবান ফরোয়ার্ড এলমান মতিন। অবশ্য দলে আছেন যুক্তরাষ্ট্র প্রবাসী ফারজাদ আফতাব ও ইতালি প্রবাসী আব্দুল কাদির।

প্রায় তিন সপ্তাহ আগে ৩১ ফুটবলার নিয়ে শুরু হয় অনূর্ধ্ব-১৯ দলের অনুশীলন ক্যাম্প। প্রথমে যশোরের সামসুল হুদা একাডেমি ও পরে বিকেএসপিতে ফুটবলারদের অনুশীলন করান কোচ গোলাম রব্বানী ছোটন। গত ৩ এপ্রিল বাফুফের অধীনে ট্রায়াল দেন ইংল্যান্ড প্রবাসী মতিন। সেই পথ পেরিয়ে যুব সাফের প্রাথমিক দলেও জায়গা করে নেন চার্লটন অ্যাথলেটিকে খেলা এই ফুটবলার। মতিনের বাদ পড়া নিয়ে ছোটন বলেন, ‘পারফরম্যান্সের কারণে মূল দলে জায়গা পাননি মতিন।’

দল নিয়ে বাংলাদেশ কোচ গোলাম রব্বানী ছোটন আরো বলেন, ‘৩১ জন দুই সপ্তাহের বেশি অনুশীলন করেছে, সবাই বাংলাদেশি। পারফরম্যান্সের ভিত্তিতেই চূড়ান্ত স্কোয়াড গঠন করা হয়েছে।’

আগামী ৯ মে ভারতের অরুণাচল প্রদেশে শুরু হবে সাফ অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপ। উদ্বোধনী ম্যাচে মালদ্বীপের মুখোমুখি হবে বাংলাদেশ। ১১ মে গ্রুপের দ্বিতীয় ও শেষ ম্যাচে প্রতিপক্ষ ভুটান। অপর গ্রুপে রয়েছে ভারত, নেপাল ও শ্রীলঙ্কা। সবগুলো ম্যাচই হবে গোল্ডেন জুবিলি স্টেডিয়ামে। কোচ ও অধিনায়ক শিরোপা স্বপ্ন দেখছেন। তাদের সে স্বপ্ন পূরণে এবার পুরো দলের অবদান রাখার পালা।

Previous articleসাফ অনূর্ধ্ব-১৯ চূড়ান্ত স্কোয়াড ঘোষণা; বাদ পড়েছেন এলমান মতিন
Next articleবিসিএলে পিডব্লিউডির গোলবন্যা; সিটি ক্লাব ও লিটল ফ্রেন্ডসের ড্র

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here