আগামী সেপ্টেম্বরে শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হতে যাচ্ছে সাফ অনূর্ধ্ব-১৭ চ্যাম্পিয়নশিপ। এই টুর্নামেন্ট সামনে রেখে যশোরের শামসুল হুদা স্টেডিয়ামে বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৭ জাতীয় ফুটবল দলের আবাসিক ক্যাম্প। প্রাথমিক দলে জায়গা পেয়েছে ট্রায়ালে নির্বাচিত ১৬ জন ফুটবলার।

বাফুফের এলিট একাডেমির হেড কোচ গোলাম রব্বানী ছোটনের তত্ত্বাবধানে এই ক্যাম্প পরিচালিত হচ্ছে। দল গঠনের প্রাথমিক চিত্র তুলে ধরে তিনি বলেন, ‘আজ ক্যাম্পে ৩৩ জন খেলোয়াড় যোগ দিয়েছেন। একজন এইচএসসি পরীক্ষার জন্য ছুটিতে আছেন। বিকেএসপির ১৩ জন ফুটবলার আগামী মাসে জাপানে টুর্নামেন্ট খেলবে, তারা সেখানে অংশ নিয়ে পরে ক্যাম্পে যোগ দেবে।’

এর আগে প্রবাসী ফুটবলারদের ট্রায়াল নেওয়ার পর এবার স্থানীয় ফুটবলারদের নিয়েও বয়সভিত্তিক দল গঠনের জন্য তিন দিনের একটি ট্রায়ালের আয়োজন করেছিল বাফুফে। ওই ট্রায়ালে শতাধিক ফুটবলার অংশ নিয়েছিল। সেখান থেকেই বাছাই করা হয়েছে ১৬ জন খেলোয়াড়, যারা এখন ক্যাম্পে অংশ নিচ্ছে।

ছোটন বলেন, ‘আমাদের একাডেমির নিজস্ব ফুটবলার ছাড়াও ট্রায়াল থেকে আসা ১৬ জন ফুটবলার এই দলে রয়েছে।’

যদিও এটি অনূর্ধ্ব-১৭ পর্যায়ের দল, তবুও এটাই জাতীয় দলেরই অংশ। এখনো এই পর্যায়ে এসে ট্রায়ালের মাধ্যমে খেলোয়াড় খুঁজে নিতে হচ্ছে ফেডারেশনকে। কারণ হিসেবে উঠে এসেছে প্রিমিয়ার লিগের ক্লাবগুলোর বয়সভিত্তিক টুর্নামেন্টের অনিয়মিত আয়োজন। নিয়মিত এই টুর্নামেন্ট হলে কোচদের জন্য প্রতিভাবান খেলোয়াড় বাছাই অনেক সহজ হতো।

এবারের সাফ অনূর্ধ্ব-১৭ টুর্নামেন্টে বাংলাদেশ পড়েছে স্বাগতিক শ্রীলঙ্কা ও নেপালের সঙ্গে একই গ্রুপে। তিন দলের মধ্যে শীর্ষ দুই দল পাবে সেমিফাইনালের টিকিট। সাফ টুর্নামেন্টের পর এএফসি অনূর্ধ্ব-১৭ বাছাইপর্বেও অংশ নেবে বাংলাদেশ।

Previous articleফুটসাল দলের দায়িত্বে ইরানিয়ান কোচ; প্রাথমিক দলে ৫৩ জন!
Next articleবাংলাদেশ ফুটসালে নতুন অধ্যায়, দায়িত্বে ইরানের হাইপ্রোফাইল কোচ সাঈদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here