বাংলাদেশে এটি হামজা চৌধুরীর চতুর্থ আগমন। এবার এসেছেন নতুন এক পরিচয়ে—রবি আজিয়েটার ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে। আজ (সোমবার) সকাল সাড়ে ১০টায় রাজধানীর তেজগাঁওয়ে রবি ভবনে অনুষ্ঠিত এক অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে চুক্তি স্বাক্ষর করেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের তারকা এই মিডফিল্ডার।

অনুষ্ঠানস্থলে হামজাকে ঘিরে ছিল গণমাধ্যমকর্মী ও সাধারণ মানুষের তুমুল আগ্রহ। রবি ভবনে ঢুকতেই সাংবাদিকেরা তাঁকে ঘিরে ধরেন, কেউ হাত মেলাতে এগিয়ে আসেন, কেউ বা সেলফি তোলার সুযোগ হারাতে চাননি। এত ভিড় ও ব্যস্ততার মধ্যেও হামজার মুখে ছিল সেই পরিচিত মৃদু হাসি—একটিবারের জন্যও ক্লান্ত বা বিরক্ত দেখায়নি তাঁকে।

বাংলাদেশে এসে মানুষের এমন উচ্ছ্বাস ও ভালোবাসায় আপ্লুত হামজা বলেন,

“আমি যে ভালোবাসা পাই, সেটা আমি খুব ভালোভাবে লালন করি। চেষ্টা করি সেই ভালোবাসা ও সমর্থনটা সবার সঙ্গে ভাগাভাগি করে নিতে। এটা বারবার এখানে ফিরে আসার ইচ্ছে জাগায়।”

বাংলাদেশকে নিজের দ্বিতীয় বাড়ি ভাবেন হামজা। তাই দেশের মাটিতে ফিরে আসার প্রতিবারের আনন্দ তাঁর সন্তানদেরও ছুঁয়ে যায়। হাসতে হাসতেই বললেন,

“যখনই আমি বাংলাদেশ ছাড়ি, আমার বাচ্চারা বলে—ওরা বাংলাদেশে ফিরতে চায়। ইনশাআল্লাহ, তাঁরা মার্চে আবার ফিরে আসবে।”

Previous articleরবির ব্র্যান্ড অ্যাম্বাসেডর হচ্ছেন হামজা চৌধুরী
Next articleহামজার অনুশীলনে নতুন উদ্দীপনা, শমিত যোগ দেবেন বুধবার

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here