বাংলাদেশ জাতীয় ফুটবল দল আজ দুপুরে এশিয়া কাপ বাছাইয়ে ভারতের বিরুদ্ধে ম্যাচের প্রস্তুতির জন্য সৌদি আরব রওনা হয়েছে। তবে, ভিসা জটিলতার কারণে দলের সিনিয়র ডিফেন্ডার রহমত মিয়া দলের সঙ্গী হতে পারেননি।
জাতীয় ফুটবল দলের ম্যানেজার আমের খান এক বিবৃতিতে বলেন, “বিমান কর্তৃপক্ষ রহমতের জন্য বোর্ডিংয়ের শেষ সময় পর্যন্ত অপেক্ষা করেছে। ফেডারেশন সকাল থেকেই সৌদি আরবের ভিসা সংক্রান্ত বিষয় নিয়ে কাজ করছিল। কিন্তু বোর্ডিং ও অন্যান্য আনুষ্ঠানিকতার পর যখন ফ্লাইটে ওঠার প্রস্তুতি নেওয়া হচ্ছিল, তখন রহমতের ভিসা আসে। তবে সেই সময়ে তাকে বোর্ডিং করা সম্ভব হয়নি।”
সৌদি ফুটবল ফেডারেশন বাংলাদেশ দলের ভিসার ব্যবস্থা করেছে, তবে রহমতের ভিসা আসতে দেরি হওয়ায় তিনি সৌদি আরবে পৌঁছাতে পারেননি। তবে দলের সঙ্গে যোগ দিতে আরও কিছু সময়ের মধ্যে তাকে সৌদি পাঠানো হবে।
এদিকে, দলের বাকী সদস্যরা সৌদি আরবের উদ্দেশ্যে রওনা হয়েছে। ঢাকা থেকে বিমানটি প্রথমে চট্টগ্রামে যাবে, সেখানে এক ঘন্টার জন্য যাত্রী উঠানো হবে। এরপর বিমানটি জেদ্দার উদ্দেশ্যে উড়ে যাবে। জেদ্দা পৌঁছানোর পর বাংলাদেশ ফুটবল দল একটি সড়কপথে প্রায় ২-৩ ঘণ্টা সময় নিয়ে তায়েফে পৌঁছাবে, যেখানে তারা নিজেদের প্রস্তুতি চালিয়ে যাবে।
এশিয়া কাপ বাছাইয়ের জন্য বাংলাদেশ জাতীয় ফুটবল দল এরই মধ্যে অনুশীলন শুরু করেছে এবং পরবর্তী ম্যাচের জন্য প্রস্তুতি নিচ্ছে।